শুক্রবার, ৩১ জানুয়ারি, ২০২৫  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৩, ০০:০০

শাহতলী জোবাইদা বালিকা উবির প্রধান শিক্ষক নয়ন দাসের বিদায় সংবর্ধনা
অনলাইন ডেস্ক

চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমদপুর ইউনিয়নের উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নয়ন চন্দ্র দাসকে বিদায় উপলক্ষে সংবর্ধনা দেয়া হয়েছে। ২৯ নভেম্বর (বুধবার) বেলা ১১টায় বিদ্যালয় মিলনায়তনে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা মোসাঃ রুবিনা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।

২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল কালাম আজাদের পরিচালনায় আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন শাহতলী কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইন, জিলানী চিশতী কলেজের অধ্যক্ষ মোঃ হারুন-অর রশিদ, উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ে বিদায়ী প্রধান শিক্ষক নয়ন চন্দ্র দাস, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোহসিন উদ্দিন, ৩০নং মধ্য শাহতলী কাদেরিয়া সপ্রাবির প্রধান শিক্ষিকা মোসাঃ তহমিনা আক্তার, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের মহিলা মেম্বার মিসেস ফিরোজা বেগম, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ ইদ্রিস আলী প্রমুখ। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন এসএসসি পরীক্ষার্থী রাহেলা আক্তার শান্তা, পরীক্ষার্থী হালিমা আক্তার ও ৯ম শ্রেণির ছাত্রী প্রিয়া রাণী ধর। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মেহেরুনেছা, সহকারী শিক্ষক দীপঙ্কর দে, মোঃ নেছার আহমেদ খান, মাওলানা আব্দুল মান্নানসহ অন্যরা।

অনুষ্ঠানে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন শাহতলী কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইন। শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী মিম আক্তার।

উল্লেখ্য, বিদায়ী প্রধান শিক্ষক নয়ন চন্দ্র দাস আজ ৩০ নভেম্বর বলাখাল চন্দ্রবান বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদে যোগদান করার কথা রয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়