প্রকাশ : ১১ নভেম্বর ২০২৩, ০০:০০
শাহরাস্তির বীর মুক্তিযোদ্ধা, সূচীপাড়া উচ্চ বিদ্যালয়ের সাবেক সিনিয়র শিক্ষক, সূচীপাড়া উত্তর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও স্থানীয় পল্লী চিকিৎসক মোঃ আবদুল মান্নান (৭১) বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় ঢাকার বারডেম হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল শুক্রবার সকাল ৯টায় সূচীপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে রাষ্ট্রীয় মর্যাদা ও জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। রাষ্ট্রীয় মর্যাদা জ্ঞাপনকালে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজওয়ানা চৌধুরী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার শাহজাহান পাটোয়ারী, শাহরাস্তি থানার পুলিশ সদস্যসহ মুক্তিযোদ্ধা, শিক্ষক, শিক্ষার্থী ও এলাকার সর্বস্তরের জনগণ।
উল্লেখ্য, প্রয়াত আবদুল মান্নান পল্লী বিদ্যুৎ সমিতি শাহরাস্তির সাবেক পরিচালক, সূচীপাড়া বাজার ব্যবস্থাপনা কমিটির সাবেক সভাপতি, সূচীপাড়া যুক্ত সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সাবেক সভাপতিসহ বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত ছিলেন।