প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৩, ০০:০০
পুরাণবাজার নুরিয়া পাইলট উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষের সাথে অ্যাকটিভ সিটিজেন গ্রুপ (এসিজি)-এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সচেতন নাগরিক কমিটি (সনাক) চাঁদপুরের সহযোগিতায় ৭ নভেম্বর মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মহব্বত হায়দার চৌধুরীর সভাপ্রধানে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মোঃ বুলবুল আহছান। স্বাগত বক্তব্য রাখেন সনাক সদস্য রফিক আহমেদ মিন্টু।
বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মহব্বত হায়দার চৌধুরী বলেন, শিক্ষাথী ঝরে পড়া রোধ করতে হবে। এজন্যে অভিভাবকদের মাঝে সচেতনতা সৃষ্টি করা জরুরি। আমাদের বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির ব্যাপারে অ্যাকটিভ সিটিজেন গ্রুপ (এসিজি)-এর সহযোগিতা প্রয়োজন। অভিভাবকরা অনেক সময় শিক্ষার্থীদের বিদ্যালয়ে ভর্তি করাতে অনাগ্রহী থাকেন, এজন্যে তাদের মাঝে সচেতনতা সৃষ্টি করতে হবে। এসিজির সদস্যরা যদি অভিভাবকদের সাথে কথা বলে শিক্ষার্থীদের ভর্তির বিষয়টির প্রতি জোর দেন তাহলে ঝরে পড়া রোধ হবে। অ্যাকটিভ সিটিজেন গ্রুপ ও সনাক বিদ্যালয়ের পাঠদানের মানোন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করায় ধন্যবাদ জানান তিনি।
প্রধান শিক্ষক মোঃ বুলবুল আহছান বলেন, অল্প ক’দিন হয়েছে আমি এ বিদ্যালয়ে যোগদান করেছি। এর আগে জেলার বিভিন্ন বিদ্যালয়ে দায়িত্ব পালনকালে সনাক-টিআইবির কাযক্রম সম্পর্কে আমি জেনেছি। এ বিদ্যালয়কেন্দ্রিক এসিজি গ্রুপ গঠন হয়েছে জেনে খুশি হলাম। গ্রুপের সকলকে শুভেচ্ছা।
তিনি বলেন, আজ যে সমস্যাগুলো নিয়ে কথা হয়েছে, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। বিদ্যালয়ের পাঠদানের মানোন্নয়নে আমরা আপোসহীন। আমাদের বিদ্যালয়ে অনেক পরিবর্তন প্রয়োজন। এজন্যে আমি সকলের সহযোগিতা প্রত্যাশা করি।
টিআইবির এরিয়া কো-অর্ডিনেটর মোঃ মাসুদ রানার সঞ্চালনায় বক্তব্য রাখেন নুরিয়া পাইলট উচ্চ বিদ্যালয়কেন্দ্রিক অ্যাকটিভ সিটিজেন গ্রুপ (এসিজি)-এর নবনির্বাচিত সমন্বয়কারী মোঃ ফজলুর রহমান রুবেল, সহ-সমন্বয়কারী মোঃ লিটন গাজী প্রমুখ।
উপস্থিত ছিলেন এসিজি গ্রুপের সহ-সমন্বয়কারী বীথি নন্দী, সদস্য মোঃ আক্তার বেপারী, মোঃ জুয়েল হোসেন, টিআইবির ইন্টার্ন আলআমিন হোসাইনসহ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, ইয়েস গ্রুপের সদস্য ও টিআইবির কর্মীবৃন্দ।