প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৩, ০০:০০
চাঁদপুর পৌরসভার ১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আসলাম তালুকদারকে কারাগারে পাঠিয়েছে আদালত। রোববার দুপুরে পুলিশের দায়ের করা রাজনৈতিক এক মামলায় হাজিরা দিয়ে আদালত থেকে বের হন তিনি। এরপর পুরাণবাজার যাওয়ার পথে রাস্তা থেকে ধরে নিয়ে যায় চাঁদপুর সদর মডেল থানা পুলিশ। তাকে আরেকটি মামলায় আসামি হিসেবে আদালতে সোপর্দ করলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। এ তথ্য বিএনপি নেতা আসলাম তালুকদারের পারিবারিক সূত্রে জানা গেছে।
আসলাম তালুকদার চাঁদপুর পৌরসভা নির্বাচনে ১নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে একাধিকবার প্রতিদ্বন্দ্বিতা করেন।