শনিবার, ০১ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৩, ০০:০০

চাঁদপুরে বিবেকানন্দ যুবসংঘের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ও বিজয়া সম্মেলনী অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার ॥

‘জীবে প্রেম করে যেই জন সেইজন সেবিছে ঈশ্বর’ ‘স্বেচ্ছায় রক্ত দিন একজন মুমূর্ষু রোগীকে বাঁচান’ স্লোগানে চাঁদপুরে বিবেকানন্দ যুবসংঘের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ও বিজয়া সম্মেলনী অনুষ্ঠিত হয়েছে। ৪ নভেম্বর শনিবার রাতে রোটারী ভবনে বিবেকানন্দ যুব সংঘের আয়োজনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা জজ কোর্টের পিপি অ্যাডঃ রনজিৎ রায় চৌধুরী। তিনি বলেন, একটি সংগঠন শূন্য থেকে শুরু করে ৩৫ বছর টেনে আনা সত্যিই কষ্টসাধ্য। তার ওপর অলাভজনক রক্তদানের মানবসেবী সংগঠনের এ বয়সকে আমি অর্জন হিসেবেই গণ্য করবো। যতটুকু জানি, এ সংগঠনটি এখন পর্যন্ত প্রায় ৩৯ হাজার ব্যাগ রক্ত দিয়েছে, যা সত্যিই প্রশংসার দাবিদার ও সমাজের জন্যে কল্যাণকর। তার ওপর বছর বছর শিক্ষার্থীদের জন্যে বৃত্তি প্রদান নিঃসন্দেহে ভালো কাজ। আমিসহ সমাজের প্রত্যেককে যার যার অবস্থান থেকে সংগঠনটি এগিয়ে নিতে পাশে থাকলে এ সংগঠনটি শত শত বছর এভাবেই সমাজে বেঁচে থাকবে। আমি সংগঠনটির উত্তরোত্তর সফলতা কামনা করছি।

চাঁদপুর বিবেকানন্দ যুবসংঘের সভাপতি জয়রাম রায়ের সভাপতিত্বে এবং দিপান্বিতা দাসের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শিক্ষা কর্মকর্তা প্রাণকৃষ্ণ দেবনাথ, চাঁদপুরের প্রবীণ রাজনীতিবিদ ও জেলা স্কাউট সম্পাদক অজয় কুমার ভৌমিক, চাঁদপুর পৌর আওয়ামী লীগের সভাপতি রাধা গোবিন্দ গোপ, চাঁদপুর সদর মডেল থানার ওসি মোঃ শেখ মুহসীন আলম, চাঁদপুর বিবেকানন্দ যুব সংঘের প্রতিষ্ঠাতা বিনয় ভূষণ মজুমদার ও কচুয়া উপজেলা শিক্ষা কর্মকর্তা সুভাষ চন্দ্র সরকার। এছাড়াও বক্তব্য রাখেন বিবেকানন্দ যুবসংঘের সাবেক সভাপতি অজিত সাহা, সাবেক সভাপতি তপন সরকার, সাধারণ সম্পাদক পলাশ মজুমদার, সাবেক সাধারণ সম্পাদক লক্ষ্মণ চন্দ্র সূত্রধর, সাবেক সাধারণ সম্পাদক নির্মল পাল, চাঁদপুর সদর উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বাসুদেব মজুমদার, চাঁদপুর জেলা যুব ঐক্য পরিষদের আহ্বায়ক অমরেশ দত্ত জয়, বিবেকানন্দ যুবসংঘের সহ-সভাপতি দীপক চক্রবর্ত্তী, দুলাল চন্দ্র, সোমা সাহা, সদস্য রনজিৎ সাহা মুন্না প্রমুখ।

পরে অতিরিক্ত পুলিশ সুপারের পক্ষে চাঁদপুর সদর মডেল থানার ওসি মোঃ শেখ মুহসীন আলমসহ অতিথিবৃন্দ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন এবং সবশেষে সংগঠনের পক্ষে ১২ কৃতী শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ তুলে দেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়