শনিবার, ০১ ফেব্রুয়ারি, ২০২৫  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৩, ০০:০০

শানে সাহাবা খতিব কাউন্সিল চাঁদপুর জেলা সদর থানা কমিটি গঠন
স্টাফ রিপোর্টার ॥

শানে সাহাবা খতিব কাউন্সিল বাংলাদেশ চাঁদপুর জেলা সদর থানা কমিটি গঠন ও তারবীয়াত সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। চাঁদপুর সদরে বঙ্গবন্ধু সড়কের পূর্ব মাথায় দারুন নূর হাফিজিয়া মাদ্রাসায় ৫ নভেম্বর রোববার বাদ মাগরিব শানে সাহাবা খতিব কাউন্সিল বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার কমিটি গঠন ও তারবীয়াত সম্মেলন ব্যাপক উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়।

সংগঠনের সিনিয়র সহ-সভাপতি হাফেজ মাওলানা ওবায়দুল্লাহ সাহেবের সভাপতিত্বে হাফেজ মাওলানা আব্দুল কাদেরের সার্বিক সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি হাফেজ ক্বারী মোঃ আনাছ আমিনী।

তিনি বলেন, শানে শাহাবা খতিব কাউন্সিল এমন একটি সংগঠন, যা বাংলাদেশের ৬৪ জেলায় দায়িত্বরত ইমাম মুয়াজ্জিনদের পক্ষে কথা বলার শক্তিশালী মাধ্যম, যে সংগঠনের ছায়াতলে এসে ইমাম মুয়াজ্জিন, খতিবরা স্বাধীনভাবে একে অপরের পাশে থেকে সুখ-দুঃখ ভাগাভাগি করেন।

পরে তিনি চাঁদপুর সদর থানার কমিটি ঘোষণা করেন। কমিটির মধ্যে কানেক্টিভিটির দিকে এগিয়ে থেকে সদর থানার সভাপতি নির্বাচিত হন মাওলানা মোঃ ইউসুফ, সিনিয়র সহ-সভাপতি আবু বক্কর সিদ্দিক শামীম, সহ-সভাপতি হাফেজ মাওলানা রহমতউল্লাহ, হাফেজ মাওলানা আবুল কালাম, সেক্রেটারি এবিএম মফিজুল ইসলাম, সহ-সেক্রেটারি মাওলানা আবু তাহের, হাফেজ মোঃ বাছির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল হামেদ, সাংগঠনিক সম্পাদক মাওঃ মোহাম্মদুল্লাহ রাকিব, প্রচার সম্পাদক হাফেজ মাওলানা বেলাল হোসেন, সহ-প্রচার সম্পাদক মাওলানা ওবায়দুল্লাহ প্রমুখ।

জেলা সভাপতি হাফেজ মাওলানা আনাছ আমিনী বলেন, এ আহ্বায়ক কমিটি আগামী এক মাসের মধ্যে ৪১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি জেলা কমিটির বরাবর জমা দিতে হবে এবং এই কমিটির কার্যক্রম আজ থেকে শুরু হয়েছে বলে তিনি জানান।

উক্ত তরবিয়ত সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা শাখার জয়েন্ট সেক্রেটারি মুফতি নাঈমুল ইসলাম চাঁদপুরী। বিশেষ মেহমান ছিলেন জেলা শাখার সাংগঠনিক সম্পাদক হাফেজ মোঃ আব্দুর রহমান চাঁদপুরী। আমন্ত্রিত মেহমানদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা শাখার সহ-সভাপতি মাওলানা জয়নাল আবেদীন, মাওলানা ইউসুফ বিন আব্দুল জলিল, স্বাস্থ্য সুরক্ষা সম্পাদক মাওলানা হাবিবুর রহমান, সহ-প্রচার সম্পাদক হাফেজ আব্দুল্লাহ আফিফ সুজন।

এছাড়াও গণ্যমান্য আলেম-ওলামার মধ্যে আরো অনেকেই উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়