প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৩, ০০:০০
ঐহিত্যবাহী হাজীগঞ্জ ডিগ্রি কলেজের স্নাতক (পাস) ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মোঃ মাসুদ আহাম্মদ। তিনি পাস কোর্সের শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমাদের ভালো ফলাফল করার পাশাপাশি ভালো মানুষ হতে হবে এবং দেশ গঠনে নিজেদের যোগ্য করে গড়ে তুলতে হবে। অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের কলেজের পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। অধ্যক্ষ ছাড়াও বক্তব্য রাখেন কলেজ গভর্নিং বডির বিদ্যোৎসাহী সদস্য এবং সাবেক সহকারী অধ্যাপক স্বপন কুমার পাল, অভিভাবক প্রতিনিধি মোঃ শামছুজ্জামান, উপাধ্যক্ষ মোঃ আনোয়ার উল্লা, শিক্ষক প্রতিনিধি ও সহকারী অধ্যাপক নাজমা আক্তার, সহকারী অধ্যাপক তৌহিদা আক্তার প্রমুখ।