প্রকাশ : ৩০ নভেম্বর ২০২২, ০০:০০
ধর্মীয় ভাবগাম্ভীর্য পরিবেশে দৈনিক সুদীপ্ত চাঁদপুর পত্রিকার প্রতিষ্ঠাতা ও সম্পাদক, বিশিষ্ট সংগঠক লায়ন দিলীপ কুমার ঘোষ এমজেএফ ও চাঁদপুর পৌরসভায় কর্মরত চন্দ্রনাথ ঘোষ চন্দনের মা মিলন রানী ঘোষের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে। গত ২৮ নভেম্বর সোমবার চাঁদপুর শহরস্থ নতুনবাজার ঘোষপাড়ার নিজ বাসভবনে এই অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়। প্রয়াত মিলন রানী ঘোষের পুত্র লায়ন দিলীপ কুমার ঘোষ, চন্দ্রনাথ ঘোষ চন্দন, মানিক লাল ঘোষ, প্রদীপ কুমার ঘোষ অত্যন্ত শ্রদ্ধাপরায়ণভাবে মন্ত্রপুতঃ হয়ে মায়ের শ্রাদ্ধ ক্রিয়াদি সম্পন্ন করেন। তারা মায়ের আত্মার শান্তি কামনায় বস্ত্র বিতরণ, গো-দানসহ ব্রাহ্মণ-পৌরহিতদের ভোজনপূর্বক দান, দক্ষিণা প্রদান করেন। মধ্যাহ্নে আত্মীয়-পরিজনদের জন্যে আয়োজন করেন শাকান্ন ভোজনের। মধ্যাহ্ন ভোজনে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষ অনেকেই অংশগ্রহণপূর্বক প্রয়াতের পরিবার, পরিজনদের প্রতি গভীর শোক প্রকাশ করেন এবং স্বর্গীয় মিলন রানীর আত্মার শান্তি কামনা করেন। মধ্যাহ্ন ভোজনে চাঁদপুর পৌরসভার মেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েল, প্যানেল মেয়র অ্যাডঃ হেলাল হোসাইন, পৌর সচিব মোঃ আবুল কালাম ভূঞাঁ, দৈনিক চাঁদপুর কণ্ঠের প্রতিষ্ঠাতা রোটাঃ আলহাজ্ব অ্যাডঃ ইকবাল-বিন-বাশার পিএইচএফ, প্রধান সম্পাদক রোটাঃ কাজী শাহাদাত, চাঁদপুর হরিবোলা সমিতির সভাপতি অজয় কুমার ভৌমিক, জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ ও জীবনদীপের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা অ্যাডঃ বিনয় ভূষণ মজুমদার, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ, চাঁদপুর সদর উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা বাসুদেব মজুমদার, সাধারণ সম্পাদক বিমল চৌধুরী, জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি পরেশ চন্দ্র মালাকার, সাধারণ সম্পাদক কার্তিক চন্দ্র সরকার, সদস্য লিটন সাহা, লিটন মজুমদার, জুয়েল কান্তি নন্দু, গৌতম কুমার ঘোষ, পুরাণবাজার জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাবেক সভাপতি অনন্ত চক্রবর্তী, সাবেক সাধারণ সম্পাদক ডাঃ সহদেব দেবনাথসহ জনপ্রতিনিধি, সাংবাদিক, সংগঠক, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, ধর্মীয় প্রতিষ্ঠান সমূহের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আগত অতিথি ও গুণগ্রাহীদের প্রতি প্রয়াতের সন্তানগণ কৃতজ্ঞতা প্রকাশপূর্বক তাদেরকে মধ্যাহ্ন ভোজনে আপ্যায়িত করেন।
উল্লেখ্য, গত ১৩ নভেম্বর শনিবার দিবাগত রাত ১০টায় ৫ মিনিটে চাঁদপুর শহরের মহিলা কলেজ রোডস্থ তার দ্বিতীয় ছেলে চন্দ্রনাথ চন্দনের ভাড়া বাসার বৈশাখী ভিলায় মিলন রানী ঘোষ পরলোক গমন করেন (দিব্যান লোকান স্ গচ্ছতু)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর। পরদিন ১৪ নভেম্বর রোববার সকাল ৯টায় চাঁদপুর মহাশ্মশানে তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়।