শনিবার, ০১ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৬ মে ২০২২, ০০:০০

৯ নেতার মুক্তির দাবিতে জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
স্টাফ রিপোর্টার ॥

চাঁদপুর জেলা কারাগারে আটক জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল চাঁদপুর জেলা শাখার ৯ নেতার মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১৫ মে রোববার বিকেলে দলীয় কার্যালয়ের সামনে চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে এই বিক্ষোভ কর্মসূচি করা হয়। এর আগে নতুন বাজার থেকে বিরাট বিক্ষোভ মিছিল বের করা হয়। ‘মুক্তি চাই, মুক্তি চাই’ নেতা-কর্মীদের এমন শ্লোগানে মিছিলটি চাঁদপুর জেলা বিএনপি কার্যালয়ে গিয়ে সমাবেশে মিলিত হয়।

জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান হাসনাতের সভাপতিত্বে ও আরিফিনের পরিচালনায় সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডঃ সলিমুল্লাহ সেলিম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মুনীর চৌধুরী, চাঁদপুর পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডঃ জাহাঙ্গীর হোসেন খান, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মানিকুর রহমান মানিক প্রমুখ।

স্বেচ্ছাসেবক দলের জেলা, উপজেলা, পৌর ও ইউনিয়ন কমিটির বিভিন্ন পর্যায়ের অসংখ্য নেতা-কর্মী এ সময় উপস্থিত ছিলেন।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডঃ সলিমুল্লা সেলিম বলেন, হামলা-মামলাকে বিএনপির শহীদ জিয়ার সৈনিকেরা এখন আর ভয় পায় না। মিথ্যা মামলায় জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হযরত আলী, সদস্য সচিব ইব্রাহিম কাজী জুয়েল এবং স্বেচ্ছাসেবক দলের নেতা ইখতিয়ার উদ্দিন শিশু, খোকন মিজি, সামছুল আলম সূর্যসহ ৯ নেতাকে জেলে প্রেরণ করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাই। অবিলম্বে তাদের নিঃশর্ত মুক্তি দাবি করছি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়