প্রকাশ : ১৫ মে ২০২২, ০০:০০
আজ ১৫ মে রোববার সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব শ্রী শ্রী নৃসিংহদেবের আবির্ভাব তিথি উৎসব। এ উপলক্ষে বিভিন্ন স্থানের ন্যায় চাঁদপুর পুরাণবাজার হরিসভা রোডস্থ সার্বজনীন শ্রী শ্রী জগন্নাথ মন্দিরে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ধর্মীয় কর্মসূচি অনুযায়ী গতকাল ১৪ মে শনিবার সন্ধ্যায় ব্যাপক ভক্ত সমাবেশের মধ্য দিয়ে মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় অধিবাস, আরতি কীর্ত্তন ও শ্রীমদ্ভাগবত পাঠ। আজ ১৫ মে সকাল ৮টায় অনুষ্ঠিত হবে শ্রী শ্রী ভগবান নৃসিংহদেবের পূজা এবং বিকেল ৩টায় দেশ ও জাতির মঙ্গল কামনায় যজ্ঞ অনুষ্ঠান। সন্ধ্যা ৬টায় নৃসিংহদেবের অভিষেক অনুষ্ঠান ও উপবাসী ভক্তদের পুষ্পাঞ্জলি অর্পণ এবং উপকল্প প্রসাদ বিতরণ। পরদিন ১৬ মে সোমবার সকাল ৮টায় মন্দির প্রাঙ্গণে পারায়ন শেষে মহাপ্রসাদ বিতরণ। আয়োজিত সকল অনুষ্ঠানে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের উপস্থিতি বিনম্রভাবে কামনা করেছেন সার্বজনীন শ্রী শ্রী জগন্নাথ মন্দিরের সভাপতি সুভাষ চন্দ্র রায় ও সাধারণ সম্পাদক ডাঃ সহদেব দেবনাথ।