প্রকাশ : ১৪ মে ২০২২, ০০:০০
প্রতি বুধবারের ন্যায় গত ১১ মে দুপুর ১২টায় চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ নিজ অফিস কক্ষে গণশুনানি করেন। গণশুনানিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ আসেন জেলা প্রশাসকের কাছে তাদের সমস্যা নিয়ে এবং জেলা প্রশাসক মহোদয় তাদের কথা ধৈর্য সহকারে শোনেন। সেবাপ্রার্থীদের কিছু সমস্যার তাৎক্ষণিক সমাধানের ব্যবস্থা নেয়া হয় ও কিছু অভিযোগের তদন্তের আদেশ দান করা হয়। সুশাসন নিশ্চিত করতে এই গণশুনানি ভূমিকা রেখে চলেছে। সূত্র : জেলা প্রশাসক, চাঁদপুর-এর ফেসবুক আইডি।