শনিবার, ০১ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৩ মে ২০২২, ০০:০০

বাবুরহাটে জেলা পরিষদের মার্কেট নির্মাণে জেলা প্রশাসকের সহযোগিতা চান জেলা পরিষদের প্রশাসক
হাছান খান মিসু ॥

বাবুরহাট বাজারে জেলা পরিষদের মার্কেট নির্মাণে চাঁদপুর জেলা প্রশাসকের সহযোগিতা চেয়েছেন জেলা পরিষদের সদ্য বিদায়ী চেয়ারম্যান ও নবনিযুক্ত প্রশাসক আলহাজ¦ ওচমান গনি পাটওয়ারী। তিনি জানান, বাবুরহাট বাজারের কিছু স্বার্থান্বেষী কুচক্রী মহল জেলা পরিষদের সম্পত্তি দখল করে নিজের কুক্ষিগত করে রেখেছে। তারা চান না বাবুরহাট বাজারে জেলা পরিষদের মার্কেট নির্মাণ হোক। বুধবার চাঁদপুর জেলা পরিষদের হলরুমে সাংবাদিকদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে এমন কথা বলেন তিনি।

তিনি আরো জানান, জেলা পরিষদ মার্কেট নির্মাণ প্রসঙ্গে পূর্বে লীজকৃত ব্যবসায়ীদের সাথে আলোচনা করে তাদের স্বার্থের কথা বিবেচনা করে জেলা পরিষদ সিদ্ধান্ত গ্রহণ করে। কিন্তু কিছু কুচক্রী মহল বারবার হাইকোর্ট ও সুপ্রিম কোর্টে মামলা দায়ের করে জেলা পরিষদ মার্কেট নির্মাণের কার্যক্রম বাধাগ্রস্ত করে। জেলা পরিষদ আইনীভাবে মামলায় প্রতিদ্বন্দ্বিতা করলে হাইকোর্ট ও সুপ্রিম কোর্টে জয়ী হয়। এ বিষয়ে তিনি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আরো বলেন, চাঁদপুর জেলা পরিষদ থেকে জেলা প্রশাসককে এ বিষয়ে চিঠির মাধ্যমে অবগত করা হয়েছে। জেলা প্রশাসক মহোদয় উচ্ছেদ কার্যক্রমে সহযোগিতা করলেই অবৈধ দখলদারদের উচ্ছেদ করে জেলা পরিষদের মার্কেট নির্মাণ কার্যক্রম সম্ভব হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়