প্রকাশ : ১২ মে ২০২২, ০০:০০
মতলব দক্ষিণ উপজেলার ২নং নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নের ঘোড়াধারী গ্রামের মোখলেসুর রহমানের বসতবাড়িতে অগ্নিকাণ্ডে দুটি বসতঘর ও একটি রান্নাঘর পুড়ে ছাই হয়ে গেছে। গত ৯ মে দিবাগত রাত আড়াইটার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে মতলব দক্ষিণ উপজেলার ফায়ার সার্ভিস প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে মতলব দক্ষিণ থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে বলে ধারণা করা হয়।
অগ্নিকাণ্ডে দুটি বসতঘর, একটি রান্না ঘর এবং ঘরে থাকা একটি ফ্রিজ, একটি টিভি, একটি সেলাই মেশিন, নগদ ৬৫ হাজার টাকাসহ প্রায় সাড়ে তিন লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
ঘরের মালিক মোখলেসুর রহমান জানান, ঘটনার দিন আমরা ঘরে কেউ ছিলাম না। তাই আমাদের কোনো ক্ষতি হয় নি। কিন্তু বসত ঘর এবং নগদ অর্থ হারিয়ে এখন আমি পথে বসেছি। মোখলেসুর রহমান জানান, স্থানীয় ইউপি সদস্যের মাধ্যমে মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি জানানো হয়েছে।