শনিবার, ০১ ফেব্রুয়ারি, ২০২৫  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১২ মে ২০২২, ০০:০০

ছেংগারচর পৌরসভার নবনিযুক্ত প্রশাসকের দায়িত্ব গ্রহণ
মাহবুব আলম লাভলু ॥

নতুন প্রজ্ঞাপনের আলোকে ছেংগারচর পৌরসভার নবনিযুক্ত প্রশাসকের দায়িত্ব গ্রহণ করেছেন মতলব উত্তর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ হেদায়েত উল্যাহ।

১১ মে বুধবার দুপুরে ছেংগারচর পৌর মেয়রের কার্যালয়ে পৌরসভার সাবেক প্যানেল মেয়র আব্দুল মান্নান বেপারীর সভাপতিত্বে এবং পৌর নির্বাহী কর্মকর্তা শাহ মোঃ আবু সুফিয়ানের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন নবনিযুক্ত পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ হেদায়েত উল্যাহ।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ছেংগারচর পৌর আওয়ামী লীগের সভাপতি হাসান কাইয়ুম চৌধুরী, মতলব উত্তর প্রেসক্লাবের সভাপতি বোরহান উদ্দিন ডালিম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক শামসুজ্জামান ডলার, ছেংগারচর পৌরসভার নির্বাহী প্রকৌশলী তোফাজ্জল হোসেন, সাবেক কাউন্সিলর শাহাদাৎ হোসেন খোকন ঢালী প্রমুখ।

উল্লেখ্য, ২৪ জানুয়ারি ২০২১-এ ছেংগারচর পৌরসভার নির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের মেয়াদকাল শেষ হয়। ২৭ এপ্রিল সরকারের প্রজ্ঞাপন অনুযায়ী মতলব উত্তর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ হেদায়েত উল্যাহকে পৌর প্রশাসক হিসেবে দায়িত্ব দেয়া হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ছেংগারচর পৌরসভার নবনিযুক্ত পৌর প্রশাসককে আমরা আন্তরিকভাবে সহযোগিতা করতে চাই। এই পৌরসভাটি একটি এ গ্রেডের পৌরসভা, এখনো এই পৌরসভার অনেক উন্নয়ন কাজই বাকি। আমরা নবনিযুক্ত পৌর প্রশাসককে আন্তরিকভাবে সহযোগিতার মাধ্যমে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একজন যোগ্য পৌর মেয়র নির্বাচন করতে চাই। তাই পৌরসভার সকল শ্রেণী-পেশার মানুষরা যাতে একটি সুষ্ঠু নির্বাচন ও যোগ্য মেয়র নির্বাচন করে সেজন্যে আন্তরিকভাবে সহযোগিতা করবো।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়