শনিবার, ০১ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১২ মে ২০২২, ০০:০০

ফরিদগঞ্জে বঙ্গবন্ধু গোল্ডকাপ টুর্নামেন্টের উদ্বোধনকালে মুহাম্মদ শফিকুর রহমান এমপি
শামীম হাসান ॥

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও এক সময় ফুটবল খেলতেন। বঙ্গবন্ধুর নামে এতো বড় একটি ফুটবল টুর্নামেন্ট খেলতে পারা ভাগ্যের ব্যাপার। খেলাধুলার মধ্যে থেকে সকল অপশক্তি ও অসঙ্গতি দূর করতে হবে।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব-১৭)-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে কথাগুলো বলেন চাঁদপুর-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ শফিকুর রহমান।

১১ মে বুধবার বিকেলে ফরিদগঞ্জ এআর পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নুরুন্নবী নোমানের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার তাছলিমুন নেছা। তিনি বলেন, বর্তমান প্রজন্ম সামাজিক যোগাযোগ মাধ্যমসহ কয়েকটি বিষয়ে আসক্ত হওয়ায় খেলার মাঠের দিকে ঝুঁকছে না। তরুণ প্রজন্মকে মাঠে ফেরাতে সরকারের এমন উদ্যোগ আমরা সকলে মিলে বাস্তবায়ন করতে হবে। খেলাধুলাই পারে একটি প্রজন্মকে সকল খারাপ দিক থেকে রক্ষা করে সঠিক পথে পরিচালনা করতে। খেলাধুলার মাধ্যমে যেমনিভাবে নিজেকে সুস্থ রাখতে পারি, তেমনি মনের বিকাশ সাধনও হয়। এর আগে অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন ফরিদগঞ্জ পৌরসভার মেয়র যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী।

উদ্বোধনী বক্তব্য শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি ও অন্যান্য অতিথি জাতীয় সংগীতের সাথে জাতীয় পতাকা ও ক্রীড়া পতাকা উত্তোলন করেন। একই সাথে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ নিজ নিজ ইউনিয়নের ক্রীড়া পতাকা উত্তোলন করেন। এরপর বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মুহাম্মদ শফিকুর রহমান এমপি।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ থানার তদন্ত (ওসি) প্রদীপ মন্ডল, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি খাজে আহমেদ মজুমদার, উপজেলা যুবলীগের আহ্বায়ক আবু সুফিয়ান শাহীন, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মোঃ হেলাল উদ্দিন আহমেদ, ফরিদগঞ্জ এআর পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল আমিন কাজল, পৌরসভার সাবেক প্যানেল মেয়র মোঃ খলিলুর রহমান খলিলসহ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগণ।

ফরিদগঞ্জ পৌরসভা বনাম ১৫নং রূপসা উত্তর ইউনিয়নের মধ্যকার খেলার (৩০ মিনিট করে ৬০ মিনিট) প্রথমার্ধে ফরিদগঞ্জ পৌরসভার আক্রমণভাগের খেলোয়াড় তরিকুলের কর্নার কিকে মেহেদী হেড করে বল জালে জড়িয়ে ফরিদগঞ্জ পৌরসভা দলকে ১-০ ব্যবধানে এগিয়ে নিয়ে যান। খেলার দ্বিতীয়ার্ধে উভয় দল বেশ ক’টি দৃষ্টিনন্দন আক্রমণ করলেও কোনো দলই আর গোলের দেখা পায়নি। ১-০ ব্যবধানে খেলার নির্দিষ্ট সময় শেষ হলে নিজেদের প্রথম ম্যাচে জয় পায় স্বাগতিক ফরিদগঞ্জ পৌরসভা। একই সাথে এবারের টুর্নামেন্ট থেকে ছিটকে যায় ১৫নং রূপসা উওর ইউনিয়ন।

টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচটি পরিচালনা করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নিয়োগকৃত রেফারী সেলিম আহমেদ টুমু। সহকারী রেফারী ছিলেন আনিসুল কবির সুমন ও তরুণ দত্ত। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এবারের টুর্নামেন্টটির ফরিদগঞ্জ উপজেলা পর্বে উপজেলা চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে ৯ দিনে ১৬টি দল ১৫টি ম্যাচে মুখোমুখি হবে। ২০মে বিকেল সাড়ে ৩টায় একই মাঠে উপজেলা পর্বের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়