প্রকাশ : ১৫ জুলাই ২০২১, ০০:০০
মতলব উত্তরের সাদুল্লাপুর ইউনিয়নে করোনা মহামারিতে কর্মহীন মানুষের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারস্বরূপ নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
১৩ জুলাই মঙ্গলবার সকালে ২৫০জন ব্যক্তির মাঝে প্রত্যেককে নগদ ৫শ’ টাকা করে বিতরণ করা হয়েছে।
সাদুল্লাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান লোকমান আহমেদের সভাপ্রধানে ও ইউপি সচিব মোঃ মানিক মিয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টাকা বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজী শরিফুল হাসান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার ওয়ালীউল্লাহ, সাদুল্লাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) বিল্লাল হোসেন, আওয়ামী লীগ নেতা আতিকুর রহমান, উপজেলা যুবলীগের সদস্য আবু তাহের, ইউপি সদস্য আলমগীর হোসেন, মোঃ রাসেদ প্রধান, মোঃ মোস্তফা মিয়া, সংরক্ষিত মহিলা সদস্য আসমা আক্তার, আমেনা বেগম, ফাতেমা আক্তার প্রমুখ।