রবিবার, ২০ এপ্রিল, ২০২৫  |   ৩১ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৪, ১৩:২২

চাঁদপুর জেলায় একদিনে ১২ লাশ

সংবাদ সংগ্রহ ও প্রতিবেদন: মো: জাকির হোসেন
চাঁদপুর জেলায় একদিনে ১২ লাশ
ডাকাতে আক্রান্ত মালবাহী জাহাজ:ছবি : সংগৃহীত

চাঁদপুর জেলায় এক দিনে বিভিন্ন দুর্ঘটনা, বিদ্যুৎস্পৃষ্ট ও হত্যাকাণ্ডের ঘটনায় ১০ জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এসব মর্মান্তিক ঘটনা সোমবার (২৩ ডিসেম্বর) সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত ঘটে। এক দিনে এতো মৃত্যুতে জেলায় আতঙ্ক ও শোকের ছায়া নেমে এসেছে। ফরিদগঞ্জে নিখোঁজের ৮ দিন পর গৃহবধূর মরদেহ উদ্ধার: সোমবার সকালে ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা পশ্চিম ইউনিয়নের মদনেরগাঁও গ্রামের চৌধুরী বাড়ির পুকুর থেকে সুফিয়া বেগম নামে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়। নিঃসন্তান সুফিয়া গত ১৫ ডিসেম্বর নিখোঁজ হন। পরিবারের খোঁজাখুঁজি ও মাইকিংয়ের পরও তার সন্ধান মেলেনি। পুলিশ তার মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছে। মেঘনায় মালবাহী জাহাজে ডাকাতির ঘটনায় ৭ জনকে হত্যা একই দিনে দুপুরে চাঁদপুরের মেঘনা নদীতে ডাকাত দল একটি মালবাহী জাহাজে হামলা চালিয়ে ৭ জনকে কুপিয়ে হত্যা করে। গুরুতর আহত অবস্থায় একজনকে উদ্ধার করে ঢাকায় পাঠানো হয়েছে। নিহতরা নড়াইল জেলার বাসিন্দা। চাঁদপুর নৌ-পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান জানান, জাহাজে অতর্কিত হামলা চালিয়ে তাদের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। এ ঘটনার পেছনে ডাকাতি, শত্রুতা বা অন্য কোনো কারণ থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে।

শাহরাস্তিতে বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্র নিহত সোমবার বিকেলে শাহরাস্তি উপজেলার সূচিপাড়া উত্তর ইউনিয়নের চাঁদপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় মেহেদী হাসান (১৪) নামে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থী। তাকে বাঁচাতে গিয়ে দুই বন্ধু আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। হাজীগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো

মোটরসাইকেল আরোহীর : সোমবার রাত ৮টার দিকে হাজীগঞ্জ উপজেলার বাকিলা বাজারে বোগদাদ বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী আহমেদ জুলহাস খাঁন (২৩) নিহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জৈনপুর পরিবহনের দুর্ঘটনায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু : সোমবার রাতে ঢাকা থেকে চাঁদপুর আসার পথে জৈনপুর পরিবহনের একটি দুর্ঘটনায় আরও একজন নিহত হন। তার পরিচয় এখনও জানা যায়নি। জেলার বাসিন্দাদের মধ্যে শোকের ছায়া: এক দিনে একাধিক ঘটনায় প্রাণহানির পর জেলার বাসিন্দারা আতঙ্কিত। চাঁদপুর জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিষয়গুলো তদন্ত করে দেখছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়