প্রকাশ : ১৫ জুলাই ২০২১, ০০:০০
মতলব উত্তরে লকডাউনের কারণে সাময়িক কর্মহীন হয়ে পড়া বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, পরিবহন শ্রমিক, নাপিত, মুচি, দিনমজুর, রিকশা-ভ্যান চালক, নির্মাণ শ্রমিক, নিম্ন আয়ের সদস্যরা পেয়েছে প্রধানমন্ত্রীর উপহারস্বরূপ খাদ্যসামগ্রীর প্যাকেট।
সোমবার ১২ জুলাই সকালে উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে খাদ্য সামগ্রীর এই প্যাকেট তুলে দেন ইউএনও গাজী শরিফুল হাসান। এ সময় বাংলাদেশ সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার মোঃ আসাদ, আওয়ামী লীগ নেতা হেলাল উদ্দিন সরকার, ফখরুল ইসলাম সরকার, এএসআই মাসুদ, বাবু সরকার উপস্থিত ছিলেন।
প্রতি প্যাকেট উপহার সামগ্রীর মধ্যে ছিল ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ১ লিটার সয়াবিন তেল, ৩ কেজি আলু ও ১ কেজি লবণ।
বিতরণকালে ইউএনও গাজী শরিফুল হাসান বলেন, ঈদের আগে সারা বাংলাদেশে আরও এক কোটি মানুষকে ১০ কেজি করে চাল দেয়া হবে। এজন্যে আপনারা সবাই প্রধানমন্ত্রীর জন্যে দোয়া করবেন।