প্রকাশ : ১৩ জুলাই ২০২১, ০০:০০
শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা উপলক্ষ্যে চাঁদপুর পুরাষণবাজার হরিসভারোডস্থ শ্রী শ্রী রাধা মুরারী মোহন জিউড় মন্দিরে মহাপ্রসাদ বিতরণ করা হয়। রথযাত্রা উপলক্ষে গতকাল ১২ জুলাই সোমবার মন্দির প্রাঙ্গণে পূজা অর্চনাসহ ভোগরাগ ও ধর্মীয় কীর্তন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বৈশি^ক মহামারি করোনার হাত থেকে রক্ষাসহ দেশ ও জাতির কল্যাণ কামনায় প্রার্থনা করা হয়। স্বাস্থ্যবিধি ভঙ্গ হওয়ার আশঙ্কায় অনাড়ম্বর পরিবেশে সকল আয়োজন সম্পন্ন করাসহ সামাজিক দূরত্ব বজায় রেখে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। এ সময় মন্দিরের সভাপতি রোটারিয়ান রিপন সাহা, সাধারণ সম্পাদক সহদেব বর্মন, কোষাধ্যক্ষ সুমন দেবনাথকে আগতদের মাঝে মাস্ক বিতরণ করতেও দেখা যায়। সেবা পূজা সম্পন্ন করেন মন্দিরের সেবাইত শচীনন্দন ব্রহ্মচারী। মন্দির কর্তৃপক্ষ জানান, করোনার কারণে স্বাস্থ্যবিধি রক্ষায় মন্দির প্রাঙ্গণ ছাড়াও আমরা শহরের নতুনবাজার ও পুরাণবাজারের ভক্তদের বাড়ি বাড়ি প্রসাদ পৌঁছে দেয়ার চেষ্টা করেছি। তারা আশা করেন, করোনার সকল বাধা-বিপত্তি পেরিয়ে শ্রী শ্রী জগন্নাধদেবের কৃপায় আগামী বছর ব্যাপক আয়োজনে রথযাত্রায় সকল ভক্ত উৎসব পালনে সক্ষম হবেন।