প্রকাশ : ১৩ জুলাই ২০২১, ০০:০০
সংক্ষিপ্ত পরিসরে চাঁদপুরে জগন্নাথদেবের রথযাত্রা
সংক্ষিপ্ত পরিসরে চাঁদপুরে জগন্নাথদেবের রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১২ জুলাই সোমবার এমনটাই পরিলক্ষিত হয়েছে চাঁদপুর শহরের গোপাল জিউড় আখড়া, পুরাণবাজার ঘোষপাড়া গোবিন্দ মন্দির (ইসকন) ও হরিসভা জগন্নাথ মন্দিরে। এ মন্দিরগুলোতে প্রতিবছর ব্যাপক আকারে রথযাত্রা অনুষ্ঠিত হলেও এ বছর তেমনভাবে তা উদ্যাপন করতে দেখা যায়নি। গত বছরও একই অবস্থার সৃষ্টি হয়েছিলো। এ বছর বৈশ্বিক করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করলে সরকার বর্তমান সময় কঠোর লকডাউন ঘোষণা করে। সে মতে বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ ধর্মীয় রীতিনীতি বজায় রেখে সংক্ষিপ্ত পরিসরে মন্দির প্রাঙ্গণে রথ উৎসব উদ্যাপনের সিদ্ধান্ত গ্রহণপূর্বক রাস্তায় জন্নাথদেবের রথ বের না করার সিদ্ধান্ত নেয়। তারই প্রেক্ষিতে সারাদেশের ন্যায় চাঁদপুরেও সংক্ষিপ্ত আকারে রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। তবে ভক্তসাধারণ সকল সিদ্ধান্তকে পাশ কাটিয়ে দুপুরের পর থেকেই গোপাল জিউড় আখড়া, পুরাণবাজার ঘোষপাড়া গোবিন্দ মন্দির (ইসকন) ও হরিসভা মন্দির কমপ্লেক্সে ছুটে আসেন। তারা জয় জগন্নাথদেবের কৃপা লাভের আশায় ধর্মীয় ভাবগাম্ভীর্য্যরে মধ্য দিয়ে স্বাস্থ্যবিধি মেনে সংক্ষিপ্তভাবে মন্দির প্রাঙ্গণে অবস্থিত জগন্নাথদেব উপবিষ্ট রথের দড়ি ধরে টেনে গু-িচা মন্দির নামে জগন্নাথদেবকে তার ভ্রাতা বলরাম ও ভগ্নি শুভদ্রাকে মাসীবাড়ি নিয়ে যান। এ স্থানেই জগন্নাথদেব এক সপ্তাহ অবস্থান শেষে পুনরায় স্বস্থানে ফিরে আসবেন।
এ সময় ভক্তদের শঙ্খ, উলুধ্বনিতে পরিবেশে ধর্মীয় উন্মাদনা ছড়িয়ে পড়ে। তারা সকলে জগন্নাথদেবের নিকট দেশ ও জাতির কল্যাণ কামনাসহ করোনা থেকে মুক্তির লক্ষ্যে প্রার্থনা জানান। বিকেলে রথের আনুষ্ঠানিকতা দেখতে হরিসভা মন্দির কমপ্লেক্সে ছুটে আসেন জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ টান্ডু সাহা, পুরাণবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ জাহাঙ্গীর হোসেন, জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র রায়, সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ, যুগ্ম সাধারণ সম্পাদক বিমল চৌধুরী, সাংগঠনিক সম্পাদক গোপাল চন্দ্র সাহা, সমাজ কল্যাণ সম্পাদক লিটন সাহা, সহ-সাংগঠনিক সম্পাদক কার্তিক সরকার, পুরাণবাজার জন্মাষ্টমী উদ্যাপন পরিষদের সাবেক সভাপতি অনন্ত চক্রবর্তীসহ পূজা পরিষদের নেতৃবৃন্দ। এ সময় হরিসভা মন্দির কমপ্লেক্সের সাধারণ সম্পাদক উমেষ চন্দ্র সাহা, কোষাধ্যক্ষ মধুমঙ্গল বণিক, অধ্যক্ষ কেদার নাথ চক্রবর্তী, জগন্নাথ মন্দিরের সাধারণ সম্পাদক ডাঃ সহদেব দেবনাথ, অধ্যক্ষ বিশাল গোবিন্দ দাসাধিকারী, হরিসভা দুর্গা মন্দিরের সাধারণ সম্পাদক শম্ভুনাথ সাহা, কালী মন্দিরের সভাপতি টুটন বণিকসহ অন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ইসকন মন্দিরে অনুষ্ঠিত রথযাত্রার পৌরোহিত্য করেন চাঁদপুর জেলা ইসকনের পরিচালক ও গোবিন্দ মন্দিরের অধ্যক্ষ প-িত জগদানন্দ। অনুষ্ঠানে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।