বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   প্রাইভেটকারের ধাক্কায় বুয়েট শিক্ষার্থী নিহত: ডোপ টেস্টে ধরা পড়ল মাদকাসক্তি
  •   সাতক্ষীরায় ব্যবসায়ীর ২৩ লাখ টাকা ছিনতাই: স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে অভিযোগ
  •   চাকা পাংচার হওয়ায় এনজিও কর্মকর্তার মৃত্যু
  •   বরগুনায় টিকটক নিয়ে পারিবারিক কলহ: স্ত্রীকে হত্যা, স্বামী আত্মহত্যার চেষ্টা
  •   মানব পাচারের চক্রের বিরুদ্ধে বিজিবির সফল অভিযান: কিশোরী উদ্ধার, তিন আটক

প্রকাশ : ১২ জুলাই ২০২১, ০০:০০

নদীতে চাঁদাবাজি বন্ধের দাবিতে ট্রলার মালিকদের স্মারকলিপি
স্টাফ রিপোর্টার ॥

চাঁদপুর সদর উপজেলার চরবাগাদী পাম্প হাউজের নেভিগেশন লক গেটের ইজারার নামে ওই এলাকার ডাকাতিয়া নদীতে বিভিন্ন নৌযান থেকে চাঁদাবাজির অভিযোগ পাওয়া গেছে। ইজারাদার কর্তৃক নির্দিষ্ট নেভিগেশন লক গেট পারাপার ব্যতীত এই অবৈধ চাঁদাবাজি বন্ধের দাবিতে সংশ্লিষ্ট দপ্তরে স্মারকলিপি প্রদান করেছে ট্রলার মালিকরা।

১১ জুলাই রোববার দুপুরে ভুক্তভোগী ১৫-২০ জন ট্রলার মালিক একত্রিত হয়ে চাঁদপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ রুহুল আমিনের কাছে এই স্মারকলিপি প্রদান করেন।

একই সাথে এর অনুলিপি জেলা প্রশাসন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (বাপাউবো), পুলিশ সুপার, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং বাগাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দপ্তরে দেয়া হয়েছে বলে জানা যায়।

ট্রলার মালিকদের স্বাক্ষরিত স্মারকলিপিতে উল্লেখ করা হয়, তারা দীর্ঘদিন যাবৎ সরকারের কর এবং ভ্যাট পরিশোধ করে নৌযান ব্যবসা পরিচালনা করে আসছে। গত কয়েকদিন আগে চাঁদপুর পানি উন্নয়ন বোর্ডের যান্ত্রিক-পওর বিভাগ থেকে নেভিগেশন লক-গেটের কার্যাদেশে ইজারাপ্রাপ্ত হন মেসার্স ইমাম মাহাদী এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মোঃ গিয়াসউদ্দিন (নান্নু) মিয়াজি।

ইজারাদার প্রতিষ্ঠান শুধুমাত্র নেভিগেশন লক-গেট দিয়ে পারাপারকৃত ট্রলার থেকে টোল আদায়ের বৈধতা অর্জন করেছে। কিন্তু ইজারাদার এই অনুমোদনপত্র দেখিয়ে চরবাগাদী পাম্প হাউজের প্রায় ১কি মিঃ দূরে পশ্চিম সকদী ও সাহেব বাজার প্রর্যন্ত মালিকানাধীন বিভিন্ন ঘাটে মালামাল নিয়ে আসা নৌ-যান থেকে চাঁদাবাজি করছে। তারা প্রতিটি ট্রলার থেকে ৭শ’ টাকা করে টোল দাবি করে। যা সম্পূর্ণ অবৈধ, বে-আইনি এবং কার্যাদেশ পরিপন্থী।

এ অবস্থায় কার্যাদেশ অনুযায়ী ইজারাদার প্রতিষ্ঠানটির টোল আদায়ের সীমানা বেঁধে দেয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন। নয়তো এ নিয়ে ট্রলার মালিকদের সাথে ইজারাদারদের যে কোনো সময় রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা রয়েছে।

চাঁদপুর পানি উন্নয়ন বোর্ড যান্ত্রিক বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ রুহুল আমিন বলেন, আমাদের ইজারা পত্রে স্পষ্ট উল্লেখ রয়েছে, কেবলমাত্র পাম্প হাউজের নেভিগেশন লক-গেটের মাধ্যমে (এর ভেতর দিয়ে) পারাপার হওয়ার নৌযান থেকে ইজারাদার টোল আদায় করবে। আমরা ট্রলার মালিকদের স্মারকলিপিটি গ্রহণ করেছি। অভিযোগের বিষয়ে দ্রুত তদন্ত কমিটি গঠন করে পদক্ষেপ নেয়া হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়