শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪  |   ২৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০

শাহরাস্তিতে নিখোঁজ মৎস্যচাষীর হাত-পা বাঁধা ভিডিও পেলো পরিবার

অনলাইন ডেস্ক
শাহরাস্তিতে নিখোঁজ মৎস্যচাষীর হাত-পা বাঁধা ভিডিও পেলো পরিবার

শাহরাস্তি উপজেলার টামটা উত্তর ইউনিয়নের মুড়াগাঁও গ্রামের মৎস্যচাষী মারফত আলী (৩৪) চারদিন ধরে নিখোঁজ রয়েছেন। হোয়াটসঅ্যাপ ও ইমুতে তার পরিবারের কাছে হাত-পা বাঁধা ভিডিও পাঠানো হচ্ছে। এমন ঘটনায় দুই সন্তান ও স্ত্রীসহ পরিবারের সদস্যদের মধ্যে বাড়ছে দুশ্চিন্তা।

এ বিষয়ে ২৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার শাহরাস্তি থানায় একটি নিখোঁজ ডায়েরি করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে শাহরাস্তি থানা পুলিশের পাশাপাশি সেনাবাহিনী ক্যাম্পে জিডির কপি দিয়ে অবহিত করা হয়েছে।

নিখোঁজ মারফত আলীর বড় ভাই মোহাম্মদ আলী জানান, ২৪ সেপ্টেম্বর মারফত মুড়াগাঁও থেকে মোটরসাইকেলযোগে কচুয়া উপজেলার আকানিয়া এলাকায় ব্যবসায়িক কাজে যায়। দুপুরের পর থেকে তার আর খোঁজ মিলছে না। তার নিজের ব্যবহৃত হোয়াটসঅ্যাপ ও ইমু থেকেই ভিডিও, ছবি পাঠানো হচ্ছে। তবে কোনো কথা বলছে না। তারা কোনো টাকাও দাবি করছে না।

হোয়াটসঅ্যাপে পাঠানো দুটি ভিডিওতে দেখা যায়, একটিতে কাফনের কাপড় পরানো। হাত-পা বাঁধা নিস্তেজ হয়ে পড়ে আছে মারফত আলী। আরেকটি ভিডিওতে একটি ওয়াশরুমে হাত বাঁধা দাঁড়ানো অবস্থায় রয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে শাহরাস্তি থানার উপ-পরিদর্শক কিশোর বড়ুয়া বলেন, লোকেশন শনাক্তকরণসহ প্রযুক্তির সহায়তায় তদন্ত কাজ চলছে। সূত্র : ইনডিপেন্ডেন্ট টিভি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়