শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪  |   ২৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০

স্পেন প্রবাসী নয়নের বাসায় হামলা ও ভাংচুর

স্টাফ রিপোর্টার ॥
স্পেন প্রবাসী নয়নের বাসায় হামলা ও ভাংচুর

চাঁদপুর শহরের বাসস্ট্যান্ড এলাকায় মাদ্রাসা রোডে সড়ক ভবন সংলগ্ন জান্নাত খান মহলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় কয়েক দফা হামলা চালিয়ে একজন স্পেন প্রবাসীর বাড়ি ভাংচুর করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত ৪ আগস্ট বিকেলে এবং ৫ আগস্ট ২০২৪ দুপুর ও সন্ধ্যায় স্পেন আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, চাঁদপুর শহর আহলে সুন্নাত ওয়াল জামাতের সভাপতি হাজী মোহাম্মদ জহিরুল ইসলাম খান নয়নের বাসায় হামলা করা হয়।

ক্ষতিগ্রস্ত প্রবাসী জহিরুল ইসলাম খান নয়ন জানান, ছাত্র নামধারী ও বিএনপি-জামাত নেতা-কর্মীরা তার বাসায় এ হামলা করেছে। এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে তিনি বলেন, একজন প্রবাসী হিসেবে আমাদের টাকা দিয়ে দেশ চলবে। এ কারণে আমরা দেশে রেমিট্যান্স পাঠাই। আর আমাদের বাড়ি ভাংচুর করবে--এটা তো হতে পারে না। জামাত-বিএনপির কারো সাথে কোনো সময় আমি অত্যাচার বা জুলুম করিনি। এটা চাঁদপুরের জনগণ এবং বিএনপি-জামাতসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ সাক্ষী আছেন। আমি এই শহরের লোকাল ছেলে। কেন বারবার আমার বাসা আক্রান্ত হলো? আপনারা জানেন, চাঁদপুর পৌরসভার সদ্য সাবেক মেয়র কিছুদিন আগে বঙ্গবন্ধু সড়কে রাস্তার জন্যে আমার চল্লিশ লক্ষ টাকার জায়গা নিয়েছেন। আমরা তো দেশের জন্যে মানুষের জন্যে দান করি, সহযোগিতা করি। এটা কি আমাদের অপরাধ? ছাত্র ও জনগণের কাছে আমার এই দাবি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়