রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ২৬ মার্চ ২০২৪, ০০:০০

মেধাবী শিক্ষার্থীদের পুলিশ মেধাবৃত্তি সম্মাননা প্রদান

স্টাফ রিপোর্টার ॥
মেধাবী শিক্ষার্থীদের পুলিশ মেধাবৃত্তি সম্মাননা প্রদান

চাঁদপুরে এসএসসি ও এইচএসসি সমমানের পরীক্ষায় সকল বিষয়ে এ প্লাস অর্জনকারী বাংলাদেশ পুলিশের সকল পদমর্যাদার কর্মকর্তা ও কর্মচারীদের মেধাবী সন্তানদের বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি প্রদান করা হয়েছে।

২৪ মার্চ রোববার সকালে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম কর্তৃক প্রেরিত বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তির ক্রেস্ট, সম্মানী ও সার্টিফিকেট বিতরণ করেন চাঁদপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম (বার)।

এ উপলক্ষে চাঁদপুর পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে ইয়াসির আরাফাত (অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল)-এর সঞ্চালনায় বাংলাদেশ পুলিশ শিক্ষাবৃত্তি-২০২২-এর ক্রেস্ট, সম্মানীর অর্থ ও সার্টিফিকেট প্রদান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম (বার)।

শিক্ষাবৃত্তি প্রদানকালে পুলিশ সুপার কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, বাংলাদেশ পুলিশ তোমাদের সংবর্ধিত করার মধ্য দিয়ে আগামীর বাংলাদেশ গড়ার জন্য যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে উৎসাহিত করছে। আশা করি তোমাদের সাফল্যের এ ধারা অব্যাহত থাকবে।

এ সময় সুদীপ্ত রায় (অতিরিক্ত পুলিশ সুপার, প্রশাসন ও অর্থ, পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত)সহ কৃতী শিক্ষার্থীদের অভিভাবক ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকতাগণ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়