প্রকাশ : ১২ নভেম্বর ২০২৩, ০০:০০
১১ নভেম্বর শনিবার দুপুরে চাঁদপুর সরকারি কলেজ প্রাঙ্গণে বাংলাদেশ স্কাউটস্ চাঁদপুর জেলার আয়োজনে স্কাউট ডে ক্যাম্প-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। চাঁদপুর জেলার প্রায় ৪০টি কাব দল এই ডে ক্যাম্পে অংশ নেয়। অনুষ্ঠানের শুরুতে অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউটসের পরিচালক (উন্নয়ন) সাইফুল ইসলাম তালুকদার, কাব সম্প্রসারণ প্রকল্পের পরিচালক মোঃ রুহুল আমীন, সহকারী পরিচালক ফিরোজ আহমেদ, ডিআরসি প্রোগ্রাম কবির আহমেদ, চাঁদপুর জেলা স্কাউটস্ কমিশনার সামছুল আমিন এলটি।
জেলা স্কাউটসের সম্পাদক অজয় কুমার ভৌমিকের সভাপতিত্বে এই ডে ক্যাম্পে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা স্কাউটস্ কমিশনার মোঃ শাহজাহান সিদ্দিকী, বেলায়েত হোসেন এএলটি, জেলা কাব লিডার, তহমিনা আক্তার এএলটি ও জেলা স্কাউটস লিডার মেহেদী মাসুদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা স্কাউটসের যুগ্ম সম্পাদক মাসুদ হোসেন খান এএলটি।