প্রকাশ : ১২ নভেম্বর ২০২৩, ০০:০০
তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্পের কর্মশালা ও প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ ভাতা বিতরণ অনুষ্ঠান ১০ নভেম্বর শুক্রবার সন্ধ্যায় চাঁদপুর আসনের এমপির বাসভবনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ব্যাপক উন্নয়নে ও নারীর ক্ষমতায়নে এগিয়ে যাচ্ছে। বেকার ও সুবিধাবঞ্চিত নারীদের কর্মসংস্থানের জন্যে সুযোগ সৃষ্টি, সমাজে আত্মনির্ভরশীলতা অর্জনে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ প্রদান করা, পাশাপাশি আর্থিক সহায়তার মাধ্যমে কর্মসংস্থানে নারী সমাজকে মানব সম্পদে পরিণত করার কাজ করছে।
জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান অধ্যাপিকা মাসুদা নূর খানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মজিবুর রহমান ভূঁইয়া, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী এরশ্বাদ মিয়াজী, সাবেক সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, জেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল, এমপির চাঁদপুরস্থ প্রতিনিধি অ্যাডঃ সাইফুদ্দিন বাবু, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অ্যাডঃ হেলাল হোসাইন, জেলা আওয়ামী যুব মহিলা লীগের সভাপতি পৌর প্যানেল মেয়র ফরিদা ইলিয়াস, পৌর আওয়ামী লীগের সাবেক প্রচার ও দপ্তর সম্পাদক এমরান হোসেন সেলিম প্রমুখ।
তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্প ও জাতীয় মহিলা সংস্থার আয়োজনে প্রশিক্ষণ কর্মকর্তা মোঃ হাবিবুল্লাহর পরিচালনায় ৪টি ট্রেডের ৪র্থ ব্যাচের (ফ্যাশন ডিজাইন, ক্যাটারিং, বিউটিফিকেশন, ইন্টেরিয়র ডিজাইন এন্ড ইভেন্ট ম্যানেজ) ২৫ জন করে মোট যে ২০০ জন নারীকে সফল প্রশিক্ষণ দেয়া হয়েছে, তাদের মধ্যে ৩০ জন নারী সফল উদ্যোক্তা হয়েছেন। প্রধান অতিথির মাধ্যমে ২০০ জন নারীকে ভাতার চেক প্রদান করা হয়। এছাড়া প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আরিফুল ইসলাম, মোঃ আসিফ আহমেদ, শারমিন আক্তার রচনা, তন্নি আক্তার, মরিয়ম আক্তার প্রমুখ।