প্রকাশ : ১২ নভেম্বর ২০২৩, ০০:০০
বাবুরহাট-মতলব-পেন্নাই সড়কে বাবুরহাটস্থ রালদিয়া নামক স্থানে ঢাকাগামী জৈনপুর বাস বাবুরহাটগামী সিএনজি অটোরিকশার সাথে সংঘর্ষে এক নারী নিহত হয়েছে। শনিবার বিকেল ৪টায় এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, বাবুরহাট থেকে ছেড়ে আসা জৈনপুর পরিবহনের একটি বাস রালদিয়া নামক স্থানে আসলে বিষ্ণুপুর গ্রাম থেকে ছেড়ে আসা সিএনজিকে ধাক্কা দিয়ে রাস্তার পাশে থাকা একটি ঘরের মধ্যে আছড়ে পড়ে। এতে সিএনজিতে থাকা যাত্রী মায়মুনা আক্তার (২০) ঘটনাস্থলেই নিহত হন।
মায়মুনা আক্তার সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের মিজানুর রহমানের মেয়ে। নিহত মায়মুনা পিতার বাড়ি থেকে সদর উপজেলা শাহমাহমুদপুর ইউনিয়নের ভড়ঙ্গারচর গ্রামে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন।