প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৩, ০০:০০
শিক্ষার গুণগত মানোন্নয়নে কচুয়া উপজেলার সীমানা সংলগ্ন কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার কৈলাইন তুলপাই উচ্চ বিদ্যালয়ে মা সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৭ নভেম্বর মঙ্গলবার বিকেলে বিদ্যালয় মাঠে আয়োজিত মা সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্বাধীনতা পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ডাঃ প্রাণ গোপাল দত্ত এমপি। এ সময় তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা এনে দিয়েছেন। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা আওয়ামী লীগের সভাপতি দেশরত্ন শেখ হাসিনা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিষয়ে কারো কাছে মাথা নিচু করার মতো নয়। ফিলিস্তিনে মুসলমানদের উপর ইহুদীরা যে অমানবিক নির্যাতন করছে তিনি তার নিন্দা জানিয়েছেন। অথচ বিএনপি বিদেশী প্রভুদের সন্তুষ্ট রাখতে মুসলামানদের পক্ষে নিন্দা জানায়নি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গড়তে আগামী নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি বলেন, আমি চান্দিনায় একটি ক্যান্সার হাসপাতাল করবো। যেখানে কম খরচে মানুষ ক্যান্সারের চিকিৎসা সেবা পাবে। তিনি সকলের নিকট দোয়া ও সমর্থন প্রত্যাশা করেন।
বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ডাঃ খলিলুর রহমান পলাশের সভাপতিত্বে ও কৈলাইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ছালামত উল্যার পরিচালনায় মা সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস শীল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শাহজালাল, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মনিরুজ্জামান, ইউপি চেয়ারম্যান ইঞ্জিঃ আঃ আউয়াল খান, জোয়াগ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুছ ছালাম সওদাগর প্রমুখ।
সমাবেশে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।