শনিবার, ০১ ফেব্রুয়ারি, ২০২৫  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৩, ০০:০০

সকল ষড়যন্ত্র মোকাবেলা করেই জনগণ নৌকার বিজয় নিশ্চিত করবে
বিমল চৌধুরী ॥

আন্দোলনের নামে সহিংসতা, মানুষ হত্যা, রাষ্ট্রীয় সম্পদ ও সাধারণ মানুষের সহায় সম্পদে অগ্নিসংযোগ, জ্বালাও পোড়াও, দেশের উন্নয়ন বাধাগ্রস্তসহ সকল ষড়যন্ত্র মোকাবেলা করেই জনগণ আবারো নৌকার বিজয় নিশ্চিত করবে। তারা দেশের প্রয়োজনে, উন্নয়নের প্রয়োজনে, আগামী প্রজন্মের উজ্জ্বল ভবিষ্যৎ ও স্মাট বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেই পুনরায় রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত করবে এমনটাই আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী।

তিনি ৭ নভেম্বর মঙ্গলবার বিকেলে চাঁদপুর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন।

মুক্তিযোদ্ধা সৈনিক হত্যা দিবস উপলক্ষে চাঁদপুর জেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে সুজিত রায় নন্দী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধা জানিয়ে আরো বলেন, ৭ নভেম্বর বঙ্গবন্ধুর অনুসারী যে সকল সেনা সদস্য পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে স্বাধীনতা যুদ্ধে অংশ নিয়েছিল, তাদেরকেই এইদিন নির্মমভাবে হত্যা করা হয়। তাদের লক্ষ্য ছিল দেশপ্রেমিক সৈন্যদেরকে হত্যা করে দেশের নিরাপত্তা বিঘ্ন করা এবং পাকিস্তানি প্রেতাত্মাদেরকে ক্ষমতায় অধিষ্ঠিত করা, পাকিস্তানি রাষ্ট্র কায়েম করা। কিন্তু তাদের কোনো ষড়যন্ত্রই সফল হয়নি, তাদের ষড়যন্ত্র বাংলার মানুষ মেনে নেয়নি। তারা জাতির পিতাকেও নির্মমভাবে হত্যা করেছে, হত্যা করেছে বাঙালি জাতির স্বপ্নকে। এতো কিছুর পরও তাদের ষড়যন্ত্র থেমে থাকেনি। তাদের প্রেতাত্মারা এখনও একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছে। তারা আন্দোলনের মাধ্যমে দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করছে। তিনি বলেন, দেশের মানুষকে জিম্মি করে, রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করে, মানুষ হত্যা করে কোনো আন্দোলন সফল হতে পারে না। ঐক্যবদ্ধ আওয়ামী লীগ জনগণকে সাথে নিয়েই সকল অনৈতিক কার্যক্রমের মোকাবেলা করবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও দেশের মানুষের অধিকার আদায় করতে গিয়ে অনেক ষড়যন্ত্রের শিকার হয়েছেন, দেশের মানুষকে সাথে নিয়েই তিনি তা প্রতিহত করেছেন। বাংলাদেশ আওয়ামী লীগ প্রতিযোগিতায় বিশ্বাসী, কিন্তু কোনো প্রতিহিংসায় বিশ্বাসী নয়। আমরা সকল অপশক্তিকে রাজনৈতিকভাবেই মোকাবেলা করবো। বাংলাদেশ শেখ হাসিনার হাতেই নিরাপদ। শেখ হাসিনার বিকল্প শেখ হাসিনাই। তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে দলীয় নেতা-কর্মীদের এক ও অভিন্ন থেকে কাজ করার আহ্বান জানান।

জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদের সভাপতিত্বে ভার্চুয়ালি প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারী দুলাল। যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডঃ জহিরুল ইসলাম জহিরের সঞ্চালনায় নেতৃবৃন্দের মাঝে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সন্তোষ চন্দ্র দাস, সদস্য বেলায়েত হোসেন বিল্লাল, জেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক মিজানুর রহমান কালু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন মোঃ বাবর, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোঃ ওহিদুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহ্বায়ক এসএম জয়নাল আবেদীন, জেলা তাঁতী লীগের সভাপতি নূর মোহাম্মদ পাটোয়ারী, জেলা মহিলা আওয়ামী লীগ নেত্রী আমেনা বেগম, জেলা ছাত্রলীগ নেতা কাজী নাছিম প্রমুখ। পরে শহীদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানকে কেন্দ্র করে জেলা আওয়ামী লীগসহ অঙ্গ সংগঠনের ব্যাপক নেতা-কর্মীর উপস্থিতি পরিলক্ষিত হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়