শনিবার, ০১ ফেব্রুয়ারি, ২০২৫  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৩, ০০:০০

জেলা পরিষদের সাবেক সদস্য তুহিন খানসহ শাহরাস্তিতে ৯ আসামী গ্রেফতার
শাহরাস্তি ব্যুরো ॥

শাহরাস্তিতে জেলা পরিষদের সাবেক সদস্য তুহিন খানসহ আদালতের পরোয়ানাভুক্ত ও সাজাপ্রাপ্ত ৯ আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। ৭ নভেম্বর মঙ্গলবার দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

শাহরাস্তি মডেল থানা সূত্রে জানা যায়, থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলমগীর হোসেনের নির্দেশনায় সোমবার রাতভর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আদালতের পরোয়ানাভুক্ত আসামী জেলা পরিষদের সাবেক সদস্য রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের কুরকামতা গ্রামের মৃত আকবর আলী খানের পুত্র তুহিন খান, মেহের দক্ষিণ ইউনিয়নের দেবকরা গ্রামের আনিছুর রহমান খোকনের কন্যা আয়েশা আক্তার কিরণ, মুন্সী বাড়ির মৃত আঃ গফুরের পুত্র আলী হোসেন, মৃত মাইনুদ্দিনের পুত্র ইউসুফ, চিতিল্যা পাড়ার আসাদ উল্যাহর পুত্র ইয়াছিন, নিজ মেহার গ্রামের পন্ডিত বাড়ির মৃত মুমিন মিয়ার পুত্র জামাল, মৃত আবুল হাসেমের পুত্র জাহাঙ্গীর হোসেন, রায়শ্রী উত্তর ইউনিয়নের আতাকরা গ্রামের মিজানুর রহমানের পুত্র মেহেদী হাসান ও সাজাপ্রাপ্ত আসামী টামটা দক্ষিণ ইউনিয়নের টামটা গ্রামের মিজানুর রহমানের পুত্র মোঃ শামীম হোসেনকে গ্রেফতার করা হয়েছে।

শাহরাস্তি মডেল থানার অফিসার ইনর্চাজ (ওসি) মোহাম্মদ আলমগীর হোসেন জানান, গ্রেফতারকৃতদের প্রয়োজনীয় পুলিশ এসকর্টের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। তিনি আরো জানান, মাদকসহ যেকোনো অপরাধ নির্মূলে পুলিশ নিরলস কাজ করছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়