প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৩, ০০:০০
কচুয়ায় পুলিশের বিশেষ অভিযানে নাশকতার মামলায় বিএনপির তিন কর্মীকে গ্রেফতার করা হয়েছে। সোমবার রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন কচুয়া থানার পরিদর্শক (তদন্ত) হারুন অর রশিদ। গ্রেফতারকৃতরা হলেন : উজানী গ্রামের প্রধানীয়া বাড়ির লোকমান হোসেনের ছেলে মোঃ আকিব মাহমুদ (২০), শুয়ারুল মৃধা বাড়ির মৃত সফিকুল ইসলামের ছেলে মোঃ হারুন অর রশিদ (৪৫) ও কোমরকাশা গ্রামের লনি মিয়ার ছেলে বাবুল হোসেন (৩৩)।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম খলিল জানান, নাশকতার পরিকল্পনার দায়ে গ্রেফতারকৃতের বিরুদ্ধে মঙ্গলবার বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে চাঁদপুরের বিজ্ঞ আদলতে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য, কচুয়ায় এ পর্যন্ত বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১১ জন বিএনপি নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়েছে।