প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৩, ০০:০০
ফরিদগঞ্জ উপজেলার পূর্ব পোয়া গ্রামে একটি বাড়িতে অগ্নিকাণ্ডে ৩টি বসত ঘর পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল মঙ্গলবার দুপুরে। আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুনে তিন লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগীরা জানিয়েছে।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানায়, গতকাল দুপুরে গৃহবধূ শাহিনুর তার রান্নাঘরে রান্নার কাজ শেষে বসত ঘরে তালা দিয়ে মেয়ের সাথে মোবাইল ফোনে কথা বলতে ঘর থেকে বের হয়। এরই মধ্যে তার বসত ঘরে হঠাৎ আগুন দেখে পাশর্^বর্তীরা চিৎকার-চেঁচামেচি শুরু করে। এক পর্যায়ে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে পাশর্^বর্তী টিনশেড ঘরগুলোতে। মুহূর্তেই আগুনে ওই বাড়ির ৩টি ঘর পুড়ে যায়। ধারণা করা হচ্ছে, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটেছে।
ফরিদগঞ্জস্থ ফায়ার সার্ভিসের টিম লিডার বিল্লাল হোসেন বলেন, এখানে অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে প্রায় আধঘন্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয়েছি।