শুক্রবার, ০৮ নভেম্বর, ২০২৪  |   ২৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ
  •   চাঁদপুর সদরের শাহমাহমুদপুর ইউনিয়নের মান্দারি লোহাগড় গ্রামে দুটি পুকুরে বিষ দিয়ে ১৫ লাখ টাকার মাছ নিধন
  •   গৃহবধূ আসমার খুনিদের বিচারের দাবিতে ফরিদগঞ্জে বিক্ষোভ ও মানববন্ধন
  •   কচুয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তরে অভিযোগ
  •   হাজীগঞ্জের সন্তান অতিরিক্ত ডিআইজি জোবায়েদুর রহমানের ইন্তেকাল

প্রকাশ : ১৮ জুন ২০২৩, ০০:০০

সাংবাদিক নাদিম হত্যার বিচার দাবি কলামিস্ট ফোরাম অফ বাংলাদেশের
অনলাইন ডেস্ক

জামালপুরের সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমকে হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে কলামিস্ট ফোরাম অফ বাংলাদেশ (সিএফবি)। একই সঙ্গে এ হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার করে বিচারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে সংগঠনটি। শুক্রবার (¬¬¬¬¬১৬ জুন) সকালে পল্টন কার্যনির্বাহী কমিটির পক্ষে সংগঠনের সভাপতি এবং ওয়ার্ড ইউনিভার্সিটির ভিসি অধ্যাপক ড. আব্দুল মান্নান চৌধুরী ও সেক্রেটারী জেনারেল কলামিস্ট মীর আব্দুল আলীম এ দাবি জানান।

সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম বাংলানিউজ২৪.কমের জামালপুর জেলা প্রতিনিধি। পাশাপাশি তিনি জেলার বকশীগঞ্জ উপজেলার দৈনিক মানবজমিন ও ৭১ টিভির প্রতিনিধি। বুধবার (১৪ জুন) রাত ১০টার দিকে পেশাগত কাজ শেষে বাড়ি ফেরার পথে বকশীগঞ্জ উপজেলার পাটহাটি এলাকায় একদল সন্ত্রাসী সাংবাদিক নাদিমের ওপর হামলা চালায়। বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে চিকিৎসাধীন অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে তার মৃত্যু হয়। কলামিস্ট ফোরাম অফ বাংলাদেশ (সিএফবি)-এর নেতারা বিবৃতিতে বলেন, প্রায় এক যুগেও সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যার বিচারসহ অধিকাংশ সাংবাদিক হত্যার বিচার সম্পন্ন হয়নি। ধারাবাহিকভাবে সাংবাদিক হত্যা ও নির্যাতনের বিচার না হওয়ায় খুনি-সন্ত্রাসীরা বেপরোয়া হয়ে উঠেছে। সিএফবি নাদিমসহ সব সাংবাদিক হত্যার বিচার দ্রুত নিশ্চিত করার জোর দাবি জানিয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়