শুক্রবার, ০৮ নভেম্বর, ২০২৪  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ
  •   চাঁদপুর সদরের শাহমাহমুদপুর ইউনিয়নের মান্দারি লোহাগড় গ্রামে দুটি পুকুরে বিষ দিয়ে ১৫ লাখ টাকার মাছ নিধন
  •   গৃহবধূ আসমার খুনিদের বিচারের দাবিতে ফরিদগঞ্জে বিক্ষোভ ও মানববন্ধন
  •   কচুয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তরে অভিযোগ
  •   হাজীগঞ্জের সন্তান অতিরিক্ত ডিআইজি জোবায়েদুর রহমানের ইন্তেকাল

প্রকাশ : ১৫ মে ২০২৩, ০০:০০

ঘূর্ণিঝড় মোখার প্রভাব : মেঘনা উত্তাল
চাঁদপুর কণ্ঠ রিপোর্ট ॥

ঘূর্ণিঝড় মোখার কিছুটা প্রভাব পড়লেও চাঁদপুরে ঝড়ো বাতাসের তীব্রতা কম দেখা যাচ্ছে। রোববার বিকেল তিনটার পর থেকে নদী অববাহিকায় বাতাসের গতি কিছুটা বেড়েছে। ফলে নদীতে সৃষ্ট ঢেউ আছড়ে পড়ছে শহররক্ষা বাঁধের উপর। নদী এলাকায় সুনসান নিরবতা, বাতাসের শোঁ শোঁ শব্দ শোনা যাচ্ছে। কোনো নৌযান চলছে না। চট্টগ্রাম থেকে নৌবাহিনীর একাধিক জাহাজ চাঁদপুর নদী বন্দর এলাকা নিরাপদ মনে করে অবস্থান নিয়েছে। চরাঞ্চলের লোকদেরকে সতর্ক করে দেয় রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্যরা। সদর উপজেলার হানারচর ইউনিয়নের নদী পাড়ের প্রায় ৫ শতাধিক মানুষ সাইক্লোন সেন্টারে আশ্রয় নিয়েছে।

১৪ মে রোববার ভোর থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত আকাশ ছিলো মেঘাচ্ছন্ন। পদ্মা-মেঘনা নদীর পানি স্বাভাবিক জোয়ারের চাইতে কিছুটা বেড়েছে। গতিবেগ পরিবর্তন করে বাতাসও বেড়েছে। মেঘনা ও ডাকাতিয়া নদীর মিলনস্থান এলাকায় গিয়ে দেখা গেছে, নদী উত্তাল হওয়ার কারণে নৌযানের সংখ্যা খুবই কম।

সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হজরত আলী বেপারী বলেন, সদরে সবচে’ ঝুঁকিপূর্ণ চরাঞ্চল হচ্ছে রাজরাজেশ্বর। সকাল থেকেই তিনি রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্যদের নিয়ে চরাঞ্চলের লোকদেরকে সতর্ক করে দিয়েছেন এবং মাইকিং করেছেন। জেলে ও চরাঞ্চলের লোকদেরকে নিরাপদ আশ্রয় থাকার জন্যে অনুরোধ করেন।

চাঁদপুর শহর রক্ষাবাঁধ থেকে শুরু করে হাইমচর উপজেলার চরভৈরবী পর্যন্ত সবচে’ নিচু এলাকা হচ্ছে সদর উপজেলার হানারচর ইউনিয়ন। সেখানে সকাল থেকেই পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলীরা নদী তীর পর্যবেক্ষণে রেখেছেন।

হানারচর ইউনিয়নের চেয়ারম্যান ছাত্তার রাঢ়ী বলেন, শনিবার ১৩ মে বিকেলেই নদীর পাড় ও বেড়িবাঁধ সংলগ্ন প্রায় ৫ শতাধিক লোক হরিণা চালতাতলী এডওয়ার্ড স্কুল সংলগ্ন সাইক্লোন সেন্টারে আশ্রয় নেয়। তাদেরকে খাদ্য সহায়তা দেয়া হয়েছে। তারা নিরাপদে আছে। শনিবার বিকেলে এবং রোববার সকালে জেলা প্রশাসক কামরুল হাসান, নৌপুলিশের এসপি মোঃ কামরুজ্জামান একাধিকবার আশ্রয় কেন্দ্রের লোকদের সাথে কথা বলেছেন।

চাঁদপুর পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী মোঃ জাহাঙ্গীর হোসেন বলেন, ঘূর্ণিঝড়ের প্রভাব কিছুটা পড়েছে, কিন্তু মারাত্মক না। তবে পানি স্বাভাবিক জোয়ারের চাইতে ৩-৪ ইঞ্চি বেড়েছে। আমাদের লোকজন উপকূলের বাঁধ এলাকা পর্যবেক্ষণে আছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়