প্রকাশ : ১৪ মে ২০২৩, ০০:০০
ঘূর্ণিঝড় মোখা ক্রমশই ঘণীভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী চাঁদপুর জেলায় ৮নং মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উপকূলের দিকে ধেয়ে আসা ঘূর্ণিঝড় মোখা থেকে চাঁদপুরবাসীকে রক্ষার্থে চাঁদপুর মোলহেড, বেদে পল্লী, মাছঘাট, জেলে পল্লী, লঞ্চঘাট এলাকায় কোস্টগার্ড কর্তৃক সচেতনতামূলক মাইকিং ও লিফলেট বিতরণ কাজ করা হচ্ছে। এছাড়াও মাছ ধরার ট্রলার জেলে পল্লিতে অবস্থানের জন্য কোস্টগার্ড কর্তৃক নির্দেশনা প্রদান করা হয়েছে। কোস্টগার্ড ঢাকা জোন কর্তৃক চাঁদপুরে যে কোনো জরুরি পরিস্থিতি মোকাবেলা করার লক্ষ্যে সার্বক্ষণিক সমন্বয় সাধনের জন্য জরুরি নম্বর : ০১৭৬৯-৪৪১৯৯৯ দ্বারা ২৪ ঘন্টা সেবা প্রদান করা হবে বলে জানানো হয়।
এছাড়াও জরুরি যোগাযোগ : কোস্টগার্ড স্টেশন চাঁদপুর : ০১৭৬৯-৪৪১২১৯।