মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪  |   ৩৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মিশরে ঈদে মিলাদুন্নবীর ঐতিহ্য ‘আরুসাত-আল-মোলিদ’ : জন্মদিনের পুতুল
  •   'বৈষম্যবিরোধী আন্দোলনের চেতনার রাজনৈতিক শক্তির বিকাশ অপরিহার্য'
  •   চাঁদপুরের ২৪তম পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব
  •   ফরিদগঞ্জে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে শোভাযাত্রা
  •   ওয়াইফাই সংযোগ দিতে গিয়ে প্রাণ গেল যুবকের

প্রকাশ : ১২ মে ২০২৩, ০০:০০

ডিজিটাল ইনোভেশনে বিভাগীয় পর্যায়ে পুরান বাজার ডিগ্রি কলেজ প্রথম
চাঁদপুর কণ্ঠ রিপোর্ট ॥

চাঁদপুর শহরের পুরান বাজার ডিগ্রি কলেজ ডিজিটাল ইনোভেশন বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অধিকার করেছে। ‘স্মার্ট বাংলাদেশের স্মার্ট ক্যাম্পাস’ প্রজেক্টে চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে ইনোভেশন টিমের জেলা পর্যায়ে শ্রেষ্ঠ টিম পুরান বাজার ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

জানা যায়, মাননীয় প্রধানমন্ত্রী ২০৪১ সালে স্মার্ট বাংলাদেশের যে রূপকল্প দিয়েছেন, তার প্রেক্ষিতে একটি শিক্ষা প্রতিষ্ঠান কেমন স্মার্ট হবে, তার একটি ডিজাইন করেছে পুরান বাজার ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা। প্রজেক্টে শিক্ষার্থীরা রোবটিক্স এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তি ব্যবহার করে। ইতিপূর্বে এই শিক্ষার্থীরা মাননীয় শিক্ষামন্ত্রীর সহযোগিতায় রোবটিক্স এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্টের ওপরে ১৫ দিনের ট্রেনিং করে।

কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদার জানান, অভিনন্দন আমাদের শিক্ষার্থীদের। কৃতজ্ঞতা জানাই যাঁরা আমাদের শিক্ষার্থীদের প্রেরণা দিয়েছেন, উৎসাহ দিয়েছেন। মাননীয় শিক্ষামন্ত্রীর প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানাই। যিনি সবসময় আমাদের শিক্ষার্থীদের এ কাজে অনুপ্রেরণা জুগিয়েছেন, নির্দেশনা দিয়েছেন। কৃতজ্ঞতা জানাই মান্যবর জেলা প্রশাসকের প্রতি। তিনি অনুপ্রেরণা দিয়েছেন আমাদের শিক্ষার্থীদের। কৃতজ্ঞতা কলেজ গভর্নিং বডির সভাপতি ডাঃ জে. আর. ওয়াদুদ টিপুর প্রতি। সর্বোপরি আমাদের কলেজের সকল শুভার্থীকে। আশা রাখি, জাতীয় পর্যায়েও শ্রেষ্ঠত্ব অর্জন করবে আমাদের শিক্ষার্থীরা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়