শুক্রবার, ০১ নভেম্বর, ২০২৪  |   ২৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুরে রাজনৈতিক মামলায় আসামীদের আটক অভিযান অব্যাহত। যুবলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতা-কর্মী আটক
  •   ছেঁড়া তারে প্রাণ গেল যুবকের
  •   চাঁদপুরে গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
  •   রাজধানীতে কচুয়ার কৃতী সন্তানদের সংবর্ধনা
  •   সম্প্রীতির চমৎকার নিদর্শন আমাদের বাংলাদেশ --------------জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

প্রকাশ : ২০ এপ্রিল ২০২৩, ০০:০০

পুলিশ সদস্যদের মাঝে ঈদ শুভেচ্ছা বিতরণ

এক পাঞ্জাবি পরে ঈদের নামাজ আদায় করবেন জেলার সকল পুলিশ

এক পাঞ্জাবি পরে ঈদের নামাজ আদায় করবেন জেলার সকল পুলিশ
হাছান খান মিসু ॥

চাঁদপুর জেলা পুলিশের সকল সদস্যের জন্যে ঈদ শুভেচ্ছা হিসেবে পাঞ্জাবি ও শাড়ি বিতরণ করেছে জেলা পুলিশ। বুধবার বেলা সাড়ে ১১টায় চাঁদপুর জেলা পুলিশ লাইনস্ ড্রিলশেডে এই ঈদ শুভেচ্ছা বিতরণ করা হয়। একটি সাম্য অবস্থান তুলে ধরার জন্যে পুলিশের ঊর্ধ্বতন অফিসার, কনস্টেবল ও কর্মচারী সকলে একই পোশাক (পাঞ্জাবি) পরিধান করে ঈদ উদযাপন করার লক্ষ্যে জেলা পুলিশের এই উদ্যোগ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁদপুর জেলার পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ, বিপিএম (বার)। তিনি বলেন, ইতোমধ্যে ঈদের আমেজ শুরু হয়ে গেছে। ঈদ ও নতুন কাপড়ের মধ্যে একটি যোগসূত্র রয়েছে। আমরা জেলা পুলিশ একটি পরিবার। সে অনুভূতি থেকে ঈদের দিন সকলে একটা সময় অন্তত আমরা এক ধরনের পোশাক পরবো। আমাদের অনেক দামি পোশাক হয়তো থাকতে পারে। কিন্তু ঈদের দিন সকলে এই পাঞ্জাবি পরিধান করে ঈদের নামাজ পড়বো।

তিনি বলেন, ঈদে কিছু সদস্যকে আমরা ছুটি দিতে পারিনি। তাই যারা ছুটি পাননি, তাদেরকে একটু বাড়তি কাজ করতে হবে। মানুষ যেনো নির্বিঘ্নে ঈদ উদযাপন করতে পারে, সেজন্যে আমাদের সকলের দায়িত্বও সঠিকভাবে পালন করতে হবে।

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) পলাশ কান্তি রায়ের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি এএইচএম আহসান উল্লাহ।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াছির আরাফাত, চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আবদুর রশিদ, ট্রাফিক ইন্সপেক্টর মাহফুজুর রহমান, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি শরীফ চৌধুরীসহ অন্যরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়