শনিবার, ০১ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৭ মার্চ ২০২৩, ০০:০০

বঙ্গবন্ধুকে যতবেশি জানবে শিক্ষার্থীরা ততো জ্ঞানার্জন করবে
ফরিদগঞ্জ ব্যুরো ॥

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ফরিদগঞ্জে বঙ্গবন্ধু কর্ণার উদ্বোধন করা হয়েছে। ১৬ মার্চ বৃহস্পতি দুপুরে উপজেলা সদরের চাঁদপুর-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের পাশে কেআর আইডিয়েল উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে স্থাপিত বঙ্গবন্ধু কর্ণারের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান। এ সময় তিনি বলেন, বঙ্গবন্ধু কর্ণার মস্থাপনের মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানটি একটি ভালো উদ্যোগ নিয়েছে। কারণ জাতির পিতা বঙ্গবন্ধু সর্ম্পকে যতবেশি জানতে শিক্ষার্থীরা ততো জ্ঞানার্জন করবে। বঙ্গবন্ধু আত্মজীবনীর প্রতিটি শব্দ এক একটি অজানা অধ্যায়। তাই তার সর্ম্পকে শিক্ষার্থীদের বেশি বেশি করে জানতে হবে। শুধু তাই নয় বঙ্গবন্ধু কর্ণারের মাধ্যমে শিক্ষার্থী ও সাধারণ জনগণ বঙ্গবন্ধু ছাড়াও বাংলাদেশ, মুক্তিযুদ্ধ সম্পর্কে জানতে পারবে। বাংলাদেশকে জানতে হলে আমাদের অবশ্যই বঙ্গবন্ধু সম্পর্কে জানতে হবে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৃঢ় নেতৃত্বে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি, লাল-সবুজের পতাকা পেয়েছি। এই বঙ্গবন্ধু কর্ণারের মাধ্যমে শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থীসহ সবাই বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে সোনার বাংলা বিনির্মাণে ভূমিকা রাখতে সক্ষম হবে বলে প্রত্যাশা রাখি।

এ সময় উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ কামরুজ্জমান, সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী, সাবেক সাংগঠনিক সম্পাদক নারায়ণ রবিদাস, আইসিটি সম্পাদক গাজী মমিন, প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও পরিচালক মাছুম তালুকদার প্রমুখ।

প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মাছুম তালুকদার বলেন, বঙ্গবন্ধু কর্ণারটি আঞ্চলিক মহাসড়কের পাশেই হওয়ায় শুধু শিক্ষার্থীরা নয়, মহাসড়ক দিয়ে চলাচলকারী লোকজন এই কর্ণার ব্যবহার করতে পারবে। এখানে জাতীয় ও স্থানীয় দৈনিক, বঙ্গবন্ধু, বাংলাদেশ এবং মুক্তিযুদ্ধ বিষয়ক বিভিন্ন বই রয়েছে। শিক্ষার্থীদের বিভিন্ন দিবসে চিত্রাংকনের স্কেচ রয়েছে। এটিকে পর্যায়ক্রমে আরো সজ্জিত করা হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়