শনিবার, ০১ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৬ মার্চ ২০২৩, ০০:০০

শরীয়তপুরের ৯ জেলে চাঁদপুরে আটক
স্টাফ রিপোর্টার ॥

চাঁদপুরের মেঘনা নদীতে জাটকা ধরার অপরাধে শরীয়তপুরের ৯ জেলেকে আটক করেছে নৌ-পুলিশ। এ সময় ৬৩ কেজি জাটকা, ২টি নৌকা ও ৬ লাখ ৩২ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুর সদর নৌথানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান।

তিনি জানান, ১৪ মার্চ রাত ১২টা থেকে ১৫ মার্চ বুধবার রাত ১২টা ১ মিনিট পর্যন্ত জাটকা নিধন প্রতিরোধে চাঁদপুর সদরের পদ্মা-মেঘনা নদীতে অভিযান চালানো হয়। এ সময় সদর উপজেলার লক্ষ্মীরচর এলাকায় অভিযানে দুটি নৌকাসহ ৯ জেলেকে আটক করা হয়। এদের মধ্যে ৭ জনের বিরুদ্ধে মৎস্য আইনে মামলা দায়ের করা হয়। বাকি দুজন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় তাদেরকে মুচলেকা দিয়ে অভিভাবকের জিম্মায় ছেড়ে দেয়া হয়।

তিনি আরও জানান, আটককৃত সবার বাড়ি শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার তারাবুনিয়া ইউনিয়নের বিভিন্ন স্থানে। এ সময় জব্দ করা জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। আটককৃত জাটকা মাছ স্থানীয় এতিম ও দুঃস্থদের মাঝে বিতরণ করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়