শনিবার, ০১ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৬ মার্চ ২০২৩, ০০:০০

ব্যবসায়ীদের সম্মিলিত মহৎ উদ্যোগই পারে ভেজালমুক্ত ঔষধের বাজার গড়ে তুলতে
শামীম হাসান ॥

আমাদের কল্যাণের জন্য আমাদের নিজেদেরই দায়িত্ব নিতে হবে। এখানে উপস্থিত সকল ঔষধ ব্যবসায়ীর মনে রাখতে হবে ঔষধ ব্যবসায়ীদের একত্রিতে মহৎ উদ্যোগই পারে ভেজালমুক্ত ঔষধের বাজার গড়ে তুলতে। এতে করে যেমনি সাধারণ মানুষ উপকৃত হবে, সেই সাথে আপনাদের ঔষধ ব্যবসায়ীদের প্রশাসনের অভিযানে জরিমানা গুণতে হবে না। আাগামী দিনগুলোতে ড্রাগ লাইসেন্স ব্যতীত ঔষধ ব্যবসা করা যাবে না, ঔষধ দোকান মালিকদেরকে অবশ্যই ড্রাগ লাইসেন্স থাকা লাগবে। সেজন্য এখন থেকে সকলকে সচেতন হতে হবে। সঠিকভাবে ঔষধ ব্যবসা করার জন্যে খুব দ্রুত ড্রাগ লাইসেন্স করে ফেলতে হবে। সেই সাথে মানুষকে যথাযথ সেবা প্রদানের লক্ষ্যে কেমিস্ট কোর্স করে নিতে হবে। ফরিদগঞ্জে কেমিস্ট ও ড্রাগিস্ট সমিতির জনসচেতনতামূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেন চাঁদপুর জেলা ঔষধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক মোছাম্মদ ফোয়ারা ইয়ামিন।

বাংলাদেশ কেমিস্ট ও ড্রাগিস্ট সমিতি ফরিদগঞ্জ উপজেলা শাখার সভাপতি সমীর চন্দ্র দের সভাপ্রধানে জনসচেতনামূলক অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেমিস্ট ও ড্রাগিস্ট সমিতি চাঁদপুর জেলা শাখার সভাপতি মোস্তফা রুহুল আনোয়ার। এর আগে জনসচেতনতা সভার অনুষ্ঠানের পরিচালকের বক্তব্য রাখেন মোঃ আলী হায়দার পাঠান টিপু।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা কেমিস্ট ও ড্রাগিস্ট সমিতির সিনিয়র সহ-সভাপতি এবিএম নজরুল আমীন, সহ-সভাপতি সুভাস সাহা, হুমায়ুন কবীর খান, সিনিয়র সদস্য মনির হোসেন গাজী। অনুষ্ঠানে পুরো উপজেলা শাখার নেতৃবৃন্দের মাঝে বক্তব্য রাখেন চান্দ্রা বাজার শাখার সভাপতি ডাঃ গিয়াসউদ্দিন খান, খাজুরিয়া শাখার সভাপতি ডাঃ খোরশেদ আলম মানিক, গোয়ালভাওর বাজার শাখার সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, ফরিদগঞ্জ উপজেলা শাখার সদস্য আনোয়ার হোসেন, রূপসা শাখার সহ-সভাপতি খোকন দেবনাথসহ অন্যরা।

জনসচেতনতামূলক সভাশেষে ফরিদগঞ্জে কেমিস্ট ও ড্রাগিস্ট সমিতির পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করে ১৭ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করার লক্ষ্যে ৫ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করেন চাঁদপুর জেলা শাখার সভাপতি মোস্তফা রুহুল আনোয়ার। নবগঠিত কমিটির সদস্যরা হলেন : সভাপতি সমীর চন্দ্র দে, সিনিয়র সহ-সভাপতি মোঃ আলী হায়দার পাঠান টিপু, সহ-সভাপতি ফখরুল ইসলাম সবুজ, গিয়াসউদ্দিন ও খোকন দেবনাথ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়