প্রকাশ : ১৫ মার্চ ২০২৩, ০০:০০
হাজীগঞ্জে ইসলামী আন্দোলনের ত্রাণ পেলো অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কালচোঁ উত্তর ইউনিয়নের পিরোজপুরের সেই পরিবারগুলো। গত ১৩ মার্চ সোমবার সন্ধ্যায় সংগঠনের পক্ষ থেকে সংগঠনটির উপজেলা নেতৃবৃন্দ ওই বাড়িতে উপস্থিত হয়ে ক্ষতিগ্রস্তদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন। এর মধ্যে ডাল, তেল, চিনি, ছোলা, খেজুর, ট্যাং, পেঁয়াজ, রসুন, আটা, লবণ, ছিড়া ও মুড়ি রয়েছে। এ সময় ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানিয়ে বিশেষ দোয়া ও মোনাজাত করেন নেতৃবৃন্দ।
ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা সভাপতি আলহাজ্ব জামাল উদ্দিন মিয়াজী, যুগ্ম সম্পাদক কামাল গাজী, অর্থ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম, প্রচার সম্পাদক মাওঃ ইসমাইল হোসেন, ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক মাওঃ মোঃ হাবিব, শ্রমিক আন্দোলনের উপজেলা সভাপতি আক্তার হোসেন নিপু, পৌর সভাপতি ফয়সাল হোসাইনসহ অন্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সোমবার দুপুরে উপজেলার কালচোঁ উত্তর ইউনিয়নের পিরোজপুর গ্রামের জলিল মুন্সী বাড়িতে বৈদ্যুতিক গোলযোগে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ১১টি পরিবারের ছোট-বড় ২৫ ঘর ও ঘরে থাকা মালামালসহ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।
তারা হলেন ওই বাড়ির তাজুল ইসলাম মুন্সীর ছেলে মোফাজ্জেল হোসেন, আব্দুল কুদ্দুস, মোয়াজ্জেম হোসেন ও শুকুর আলম, মৃত আব্দুর রশিদ মুন্সীর ছেলে ফজলুল হক, ফজলুল হকের ছেলে খোরশেদ আলম ও মোঃ জুলহাস, মৃত আব্দুর রব মুন্সীর ছেলে ওমর ফারুক ও সুফিয়ান হোসেন, মৃত বজলুল হকের ছেলে রবিউল আলম।