শনিবার, ০১ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৪ মার্চ ২০২৩, ০০:০০

মতলবে দোকান ভষ্মীভূত
অনলাইন ডেস্ক

মতলব দক্ষিণ উপজেলার উপাদী উত্তর ইউনিয়নের মধ্য বহরী গ্রামে ১২ মার্চ মধ্যরাতে একটি মুদি দোকান আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এতে নগদ অর্থসহ প্রায় আড়াই লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত পরিবারের। দোকান মালিকের নাম মুক্তার হোসেন। সে বহরী গ্রামের হজরত আলী মিয়াজীর ছেলে। বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে স্থানীয়দের ধারনা।

ক্ষতিগ্রস্ত মুক্তার হোসেন মিয়াজী জানান, প্রতিদিনের ন্যায় রোববার রাত ১২টায় দোকান বন্ধ করে দোকানেই ঘুমিয়ে থাকে। রাত আনুমানিক পৌনে ২টায় হঠাৎ করে আগুনের তাপ পেয়ে ঘুম থেকে জেগে ওঠে দেখতে পাই দোকানে দাউ দাউ করে আগুন জ্বলছে। সাথে সাথে সে ডাক-চিৎকার শুরু করলে আশপাশের লোকজন এগিয়ে এসে প্রথমে মুক্তার হোসেন মিয়াজীকে উদ্ধার করে। কিন্তু রাত গভীর হওয়ায় মানুষজন এগিয়ে আসতে আসতে পুরো দোকান ও দোকানে থাকা সকল মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

প্রত্যক্ষদর্শী শাখাওয়াত হোসেন মিয়াজী বলেন, মুক্তার হোসেন বিভিন্ন এনজিও থেকে ঋণ করে দোকান পরিচালনা করে আসছে। সংসারের একমাত্র উপার্জনকারী প্রতিষ্ঠান ছিল এ মুদি দোকানটি। আগুনে পুড়ে যাওয়ায় আমরা এলাকাবাসী তার সহায়তার জন্য এগিয়ে এসেছি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়