শনিবার, ০১ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৪ মার্চ ২০২৩, ০০:০০

হাজীগঞ্জের পল্লীতে ভয়াবহ অগ্নিকাণ্ড ॥ ১৮ ঘরসহ পুরো বাড়ি পুড়ে ছাই
কামরুজ্জামান টুটুল ॥

১০ গৃহস্থের সবগুলো বসতঘরসহ মোট ১৮টি ঘর আগুনে পুড়ে মাটির সাথে মিশে গেছে। ক্ষতিগ্রস্তরা কৃষক। এতে করে ওই সকল স্বাবলম্বী কৃষকের এখন মাটি ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই। সোমবার (১৩ মার্চ) দুপুরে হাজীগঞ্জের কালচোঁ উত্তর ইউনিয়নের পিরোজপুর গ্রামের জলিল মুন্সী বাড়িতে এ ঘটনা ঘটে। এতে করে কমপক্ষে কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।

ক্ষতিগ্রস্তরা হলেন ওই বাড়ির তাজুল ইসলাম মুন্সীর ছেলে মোফাজ্জেল হোসেন, আব্দুল কুদ্দুস, মোয়াজ্জেম হোসেন ও শুকুর আলম, মৃত আব্দুর রশিদ মুন্সীর ছেলে ফজলুল হক, ফজলুল হকের ছেলে খোরশেদ আলম ও মোঃ জুলহাস, মৃত আব্দুর রব মুন্সীর ছেলে ওমর ফারুক ও সুফিয়ান হোসেন, মৃত বজলুল হকের ছেলে রবিউল আলম।

ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ক’জন সদস্য জানান, একটি ঘর থেকে আগুন লেগে পুরো বাড়ি ছড়িয়ে পড়ে। এ সময় আমরা পুরুষরা মাঠে কাজ করার কারণে নারীরা কিছুই সরাতে পারেনি। হাজীগঞ্জ থেকে আমাদের গ্রামটি দূরে হওয়ায় দমকল বাহিনী আসতে আসতে সব শেষ হয়ে যায়।

ওই বাড়ির প্রত্যক্ষদর্শী ও ক্ষতিগ্রস্ত মোফাজ্জেল হোসেনের স্ত্রী ফজিলতেচ্ছা (৬০) জানান, দুপুরের দিকে রান্নাঘরে বসে রান্না করছি। ঘরের চালের ওপরে থাকা বিদ্যুতের তারে ঠুস করে শব্দ হয়। দৌড় দিয়ে ঘরে আসি মেইন সুইচ বন্ধ করতে এস ঘরে ঢুকে দেখি পুরো ঘরে আগুন জ্বলছে।

ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান পলাশ জানান, বাড়ির প্রতিটি পরিবার স্বাবলম্বী কৃষক। বাড়ির প্রতিটি ঘরে টিভি, ফ্রিজ, ফ্যান, ফার্নিচার, আসবাবপত্র, বাড়ির সবার বসতঘরে থাকা নগদ টাকা, কয়েকটি পাসপোর্ট, দুটি ভিসা, স্বর্ণালঙ্কার পুড়ে গেছে। এছাড়া নতুন বছরের ফসল ধান, সরিষা, আলু, জীবন্ত গরু সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান মানিক হোসেন প্রধানীয়া জানান, আমরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে সহযোগিতা করি। কিন্তু বাড়িটি ঘনবসতি হওয়ায় পুরো বাড়িতে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে।

হাজীগঞ্জ দমকল বাহিনীর সিনিয়র স্টেশন কমান্ডার সাজেদুল কবির জোয়ার্দার জানান, বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানা গেছে।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে জেলা প্রশাসক উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) হাজীগঞ্জকে অবহিত করেন। জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা নির্বাহী অফিসার তাৎক্ষণিক ঘটনার স্থল পরিদর্শন করেন এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে নগদ ৬ হাজার টাকা, ১৫ কেজি করে শুকনো খাবার (চাল, ডাল, তেল ও মসলা), ২টি করে কম্বল, মোট ১০টি পরিবারকে বিতরণ করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে সহমর্মিতা প্রকাশ করেন। পরবর্তীতে জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সরকারি সহযোগিতার আশ্বাস প্রদান করা হয়। এ সময় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, সংশ্লিষ্ট চেয়ারম্যান, সাংবাদিক ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়