প্রকাশ : ১৩ মার্চ ২০২৩, ০০:০০
জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে ফরিদগঞ্জে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার (১২ মার্চ) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে সহকারী কমিশনার (ভূমি) আজিজুন্নাহারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান। তিনি তাঁর বক্তব্যে বলেন, ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর নির্বাচনী ইশতেহারে ডিজিটাল বাংলাদেশ গড়ার কথা বলেছিলেন। তখন আমরা অনেকেই এটি নিয়ে নানা মন্তব্য করেছি। কিন্তু আজ আমরা এর সফল বাস্তবায়ন দেখতে পাচ্ছি। প্রাথমিক শিক্ষা বিভাগও তাদের বিভিন্ন পদক্ষেপে ডিজিটাল বাংলাদেশের প্রতিচ্ছবি দেখছে। আজ উপবৃত্তি, শিক্ষক বদলি, বেতন ভাতাদিসহ অনেক কিছুই অনলাইনের মাধ্যমে হচ্ছে। প্রধানমন্ত্রী আগামীর ৪র্থ শিল্প বিপ্লবকে সামনে রেখে স্মার্ট বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছেন। সেই স্বপ্ন বাস্তবায়নে শিক্ষার প্রথম স্তর প্রাথমিকেও ছোঁয়া লাগতে হবে। এজন্যে আমাদের সকলকে প্রস্তুতি নিতে হবে। সরকার ইতিমধ্যেই শিক্ষা ব্যবস্থায় অনেক পরিবর্তন এনেছে। আজকের এই শিশুদেরকে যদি আমরা সঠিক শিক্ষার মাধ্যমে গড়ে তুলতে পারি, তবে তারাই হবে স্মার্ট বাংলাদেশের কারিগর।
উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক গিয়াস কবিরের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিএস তছলিম, উপজেলা শিক্ষা অফিসার জহিরুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি বিল্লাল হোসেন, সহকারী প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মাহবুব হোসেন প্রমুখ। আলোচনা শেষে চিত্রাঙ্কণ, কবিতা আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।