শনিবার, ০১ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১২ মার্চ ২০২৩, ০০:০০

চাঁদপুর গোপাল জিউর আখড়ার ১২১তম দোল উৎসবে শিক্ষামন্ত্রী
বাদল মজুমদার ॥

চাঁদপুর গোপাল জিউর আখড়ার আয়োজনে ১২১তম দোল উৎসব চলছে। বিশ্ব শান্তি ও মানবকল্যাণ কামনায় চল্লিশ প্রহরব্যাপী মহানামযজ্ঞ চলছে। গত ১০মার্চ শুক্রবার সন্ধ্যায় চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি গোপাল জিউর আখড়া মন্দিরে ভক্তদের সাথে কুশল বিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডাঃ জে আর ওয়াদুদ টিপু, সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন পাটোয়ারী এসডু, অ্যাডঃ মুজিবুর রহমান ভূঁইয়া, চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাডঃ জিল্লুর রহমান জুয়েল, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল, মোহাম্মদ আলী মাঝি, গোপাল জিউর আখড়া মন্দির কমিটির সভাপতি অভিজিত রায়, সাধারণ সম্পাদক বাপ্পী পাল, সহ-সভাপতি প্রিয়রঞ্জন রায়, পরেশ মালাকার, যুগ্ম সম্পাদক রনজিত পোদ্দার, বাচ্চু সাহা, মনোরঞ্জন ঘোষ, যুগ্ম দপ্তর সম্পাদক রিপন পোদ্দার, প্রচার সম্পাদক সুমন সরকার জয়, যুগ্ম প্রচার সম্পাদক দিপক পাল, অর্থ সম্পাদক দিলীপ পাল, সহঃ অর্থ সম্পাদক কিশোর পোদ্দার, দপ্তর সম্পাদক স্বপন সাহা, যুগ্ম সাংস্কৃতিক সম্পাদক সম্পাদক বাবুলাল সাহা, কার্যকরী সদস্য রুহিপদ সাহা, সমর দাস, টুটুল রায়, পবিত্র দে প্রমুখ।

এ বছর নামসুধা পরিবেশন করে নীলফামারীর সোনার গৌড় সম্প্রদায়, বরিশালের ভক্ত প্রহল্লাদ সম্প্রদায়, রাখাল সম্প্রদায়, জয় কৃষ্ণ সম্প্রদায়, রাই ধ্বনী সম্প্রদায় ও খুলনার রায় কানাই সম্প্রদায়। এছাড়া ১২ মার্চ রোববার দিবা রাত্রি অষ্টকালীন কীর্তন পরিবেশন করবে ভারতের অনু রাধা মল্লিকের দল, গুলশানের রুনা দাসের দল ও মাদারীপুরের সুজন সূত্রধরের দল।

উৎসবে শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি সনাতনী ভক্তদের সাথে কুশল বিনিময় করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়