শনিবার, ০১ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১১ মার্চ ২০২৩, ০০:০০

স্মার্ট বাংলাদেশ গড়তে ছাত্র-ছাত্রীদের কারিগরি শিক্ষায় শিক্ষিত হতে হবে
জিএম আবদুল কাদির ॥

৯ মার্চ বৃহস্পতিবার সকাল ১১টায় মতলব দক্ষিণ উপজেলাধীন মুন্সিরহাট উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ মোস্তফা কামাল রনির সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মোঃ কামাল হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাডঃ নুরুল আমিন রুহুল এমপি।

তিনি তাঁর বক্তব্যে বলেন, স্মার্ট বাংলাদেশ গড়তে হলে ছাত্র-ছাত্রীদের দক্ষ ও কারিগরি শিক্ষায় শিক্ষিত হতে হবে। তিনি আরো বলেন, আমার নির্বাচনী এলাকা মতলব উত্তর ও দক্ষিণে স্কুল, কলেজ, মাদ্রাসায় আমি স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন করে দিয়েছি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ লিয়াকত হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল হোসেন, মতলব পৌরসভার ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ জহিরুল ইসলাম হাজরা, মতলব পৌরসভার প্যানেল মেয়র-২ মাইরিন সুলতানা ও মুন্সিরহাট কলেজের অধ্যক্ষ এমএ মালেক। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ জালাল উদ্দিন আহাম্মেদ, মুন্সিরহাট উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য মোঃ মাসুদ রানা ও মোঃ হুমায়ুন কবির প্রধানিয়া। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ছাখাওয়াত উল্লাহ। কোরআন তেলাওয়াত করেন দশম শ্রেণীর ছাত্র মোঃ সজিব খান। অনুষ্ঠানকে সুন্দর ও প্রাণবন্ত করতে আকর্ষণীয় পর্ব ছিল যেমন খুশি তেমন সাজো ও রশি টানাটানি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়