প্রকাশ : ১০ মার্চ ২০২৩, ০০:০০
কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেন্ট্রাল অক্সিজেন প্লান্টের উদ্বোধন এবং স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে অক্সিজেন ম্যানিফোল্ড সিস্টেম রুমে আনুষ্ঠানিকভাবে সেন্ট্রাল অক্সিজেন প্লান্টের শুভ উদ্বোধন করেন ও হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর-১ কচুয়া আসনের সংসদ সদস্য সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি।
তিনি বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের উপজেলা স্বাস্থ্য সেবা বিভাগের বাস্তবায়নে অত্র হাসপাতালে অক্সিজেন প্লান্টের ভবন নির্মাণসহ অর্ধশতাধিক অক্সিজেন পোর্ট স্থাপন করা হয়েছে। যা ওয়ার্ড, কেবিন ওটি এবং পোস্ট অপারেটিভ রুমে সার্বক্ষণিক ব্যবহার করা যাবে। আমরা জানতে পেরেছি, ইতিপূর্বে এ ব্যবস্থা না থাকায় হাসপাতাল কর্তৃপক্ষ জটিল রোগীদের দ্রুত চাঁদপুর জেনারেল হাসপাতালসহ কুমিল্লা ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করতেন। কিন্তু বর্তমানে অক্সিজেন প্লান্ট স্থাপনের ফলে দুর্ভোগের কবল থেকে কচুয়া উপজেলাবাসী মুক্ত হলো। আওয়ামী লীগ সরকারের আমলে এ দেশের স্বাস্থ্য খাতে ব্যাপক উন্নয়ন হয়েছে। আপনারা লক্ষ্য করবেন, সরকারি হাসপাতালের স্বাস্থ্যসেবার মান বৃদ্ধি পেয়েছে এবং জনবল বৃদ্ধি পেয়েছে। আমরা চেষ্টা করছি এ দেশের জনগণের চিকিৎসা সেবা পরিপূর্ণভাবে পূরণ করতে। সেই লক্ষ্যে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা আওয়ামী লীগ সরকার কাজ করছি। আমরা আমাদের ভিশন-২০৪১ বাস্তবায়নে কাজ করছি। আপনারা আওয়ামী লীগ সরকারকে সমর্থন করে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবেন বলে আমি বিশ্বাস করি।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাজন কুমার দাসের সভাপতিত্বে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইবনে আল জায়েদ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ, কচুয়া উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সুলতানা খানম, চাঁদপুর জেলা পরিষদ সদস্য ও বেসরকারি ক্লিনিক মালিক সমিতির সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম খোকা, কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইব্রাহীম খলিল, পুলিশ পরিদর্শক (তদন্ত) হারুন অর রশিদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জাবের মিয়া, ইউপি চেয়ারম্যান কবির হোসেন, কচুয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ আলমগীর তালুকদার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সোহেল রানা ও পৌর আওয়ামী লীগের সভাপতি আকতার হোসেন সোহেল ভূঁইয়া প্রমুখ।