শনিবার, ০১ ফেব্রুয়ারি, ২০২৫  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৯ মার্চ ২০২৩, ০০:০০

কামরুজ্জামান টুটুল ॥

হাজীগঞ্জে দ্রুত গতির মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত বৃদ্ধ মোঃ কাঞ্চন পাটোয়ারী (৬৫) মারা গেছেন। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকা নেয়ার পথে তিনি মারা যান। কাঞ্চন পাটোয়ারী হাটিলা পশ্চিম ইউনিয়নের পাতানিশ গ্রামের পাটোয়ারী বাড়ির মৃত আব্দুল হালিম পাটোয়ারীর ছেলে। গুরুতর আহত মোটরসাইকেল চালক মোঃ সাইফুর রহমান (৩৫) কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তার অবস্থা আশঙ্কাজনক। তিনি একই উপজেলার বাকিলা ইউনিয়নের বোরখাল উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য এবং ওই গ্রামের আব্দুস সালাম প্রকাশ ছলিম উদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানান, গত সোমবার রাতে সাইফুল ইসলাম শ্বশুরবাড়ি কচুয়া থেকে মোটরসাইকেলযোগে নিজ বাড়ি বাকিলা আসার পথে হাজীগঞ্জ-কচুয়া-গৌরিপুর সড়কের পাতানিশ বাজারে দুর্ঘটনা ঘটান। তার মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক পারাপাররত কাঞ্চন পাটোয়ারীকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি সড়কে ছিটকে পড়লে চালক সাইফুর রহমান ও পথচারী কাঞ্চন পাটোয়ারী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক কুমিল্লায় রেফার করেন। ওইদিন রাতেই কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কাঞ্চন পাটোয়ারী মৃত্যুর কোলে ঢলে পড়েন।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জোবাইর সৈয়দ জানান, ঘটনাস্থলে ও নিহতের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তীতে আইন অনুযায়ী ব্যবস্থাগ্রহণ করা হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়