শনিবার, ০১ ফেব্রুয়ারি, ২০২৫  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৯ মার্চ ২০২৩, ০০:০০

হাজীগঞ্জে কৃষি জমি থেকে যুবকের লাশ উদ্ধার
কামরুজ্জামান টুটুল ॥

হাজীগঞ্জে কৃষি মাঠ থেকে মোঃ আকতার হোসেন (২৭) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। ৭ মার্চ মঙ্গলবার উপজেলার ১নং রাজারগাঁও ইউনিয়নের পিপিয়া গ্রামের বিল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। আকতার মতলব দক্ষিণ উপজেলার ডিঙ্গাভাঙ্গা গ্রামের মিজি বাড়ির আবু তাহেরের ছেলে।

জানা যায়, মঙ্গলবার সকালে উপজেলার প্রত্যন্ত গ্রাম পিপিয়ার বিলের মাঝে অজ্ঞাত যুবকের মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে হাজীগঞ্জ থানা পুলিশকে খবর দেয়। এ সময় মরদেহের খবরটি চারদিকে ছড়িয়ে পড়লে পিপিয়া, মেনাপুর, নৈরাইন ও পাশর্^বর্তী গ্রাম মতলব দক্ষিণের ডিঙ্গাভাঙ্গার কয়েক শতাধিক মানুষ জড়ো হলে আকতার নামে মরদেহের পরিচয় মিলে। ততক্ষণে হাজীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধারপূর্বক সুরতহাল রিপোর্ট সম্পন্ন করে।

এদিকে যুবকের মৃত্যুর কারণে অধিকতর তদন্তে চাঁদপুর থেকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-এর কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আলামত সংগ্রহ করেন।

এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জোবাইর সৈয়দ জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে চাঁদপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরবর্তীতে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়