শনিবার, ০১ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৯ মার্চ ২০২৩, ০০:০০

নারীর উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নারী-পুরুষের বৈষম্য দূর করতে হবে
বিমল চৌধুরী ॥

ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে সকল শ্রেণি-পেশার নারীদের ব্যাপক উপস্থিতিতে চাঁদপুর জেলা শহরে পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস। ‘ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন/ জেন্ডার বৈষম্য করবে নিরসন, শেখ হাসিনার বার্তা/ নারী-পুরুষ সমতা’ এ শ্লোগানকে সামনে রেখে জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থার আয়োজনে চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক কামরুল হাসান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ বিপিএম (বার)।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ) ইমতিয়াজ হোসেনের সভাপতিত্বে ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নাসিমা আক্তারের সঞ্চালনায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রাশেদা আক্তার, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ, চাঁদপুর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান অধ্যাপিকা মাসুদা নূর খান, সনাক-চাঁদপুরের সভাপতি বিশিষ্ট লেখক ও ছড়াকার ডাঃ পীযুষ কান্তি বড়ুয়া প্রমুখ।

প্রধান অতিথি জেলা প্রশাসক কামরুল হাসান বলেন, নারী-পুরুষের বৈষম্য দূরীকরণে আমাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে। পরিবর্তন করতে হবে আমাদের মানসিকতার। নারী যে ভূমিকা পালন করছে, একজন পুরুষও একই ভূমিকা পালন করছে। নারী একধারে মা, মেয়ে ও শাশুড়ির ভূমিকা পালন করছে। তেমনি পুরুষও পিতা, ছেলে, শ্বশুরের ভূমিকা পালন করছে। কিন্তু নারী এখনও সেভাবে তাদের মর্যাদা লাভ করেনি। এখনও পুরুষ শাসিত সমাজে নারীরা অনেকটাই অবহেলিত। আমাদের সংবিধানে নারীর উন্নয়নের কথা বলা হয়েছে। পঞ্চবার্ষিকী পরিকল্পনায় নারীদের মতামতকে প্রাধান্য দেয়া এবং নারীর অর্থনৈতিক উন্নয়নসহ ৪টি পরিকল্পনার কথা বলা হয়েছে। বর্তমান সময় নারীদের ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। নারী আজ সকল ক্ষেত্রে তাদের সফলতার স্বাক্ষর রাখতে সক্ষম হচ্ছে। নারী-পুরুষের বৈষম্য দূর করতে হবে। নারীকে তার সমমর্যাদা দিতে হবে। তিনি বেগম রোকেয়া এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বেগম ফজিলাতুন্নেছার আদর্শের কথা তুলে ধরেন।

সংক্ষিপ্ত আলোচনা সভায় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেসক্লাবের সহ-সভাপতি শাহাদাত হেসেন শান্ত, সনাক সদস্য রুমা সরকার, টিআইবির এরিয়া কো-অর্ডিনেটর মাসুদ রানা, সনাক সদস্য অ্যাডঃ পলাশ কুমার মজুমদার, পদক্ষেপ চাঁদপুরের সভাপতি মুক্তা পীযূষ, পৌর মহিলা কাউন্সিলর আয়েশা রহমান, জেলা মহিলা সংস্থার কর্মকর্তা শাহ আলম প্রমুখ। আলোচনা সভার পূর্বে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মুখ হতে জেলা প্রশাসক কামরুল হাসানের নেতৃত্বে আন্তর্জাতিক নারী দিবসের র‌্যালি বের করা হয়।

র‌্যালিতে সচেতন নাগরিক কমিটি (সনাক), এসডিএফ জেলা অফিস, জাতীয় মহিলা সংস্থা, মহিলা বিষয়ক অধিদপ্তর, নির্বাহী প্রকৌশলী এলজিইডিসহ বিভিন্ন সংগঠন অংশগ্রহণ করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়